আই লিগে খেলতে চায় চেন্নাই

আই লিগে খেলতে আগ্রহী তিনটে ক্লাব। সালগাওকর, পুণে এফসি নাম তুলে নেওয়ার পর ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়ার জন্য বিজ্ঞাপন দেয়। শনিবার ছিল বিড জমা দেওয়ার শেষ দিন।

Advertisement

সংবাদ স্ংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৩:০৯
Share:

আই লিগে খেলতে আগ্রহী তিনটে ক্লাব। সালগাওকর, পুণে এফসি নাম তুলে নেওয়ার পর ফেডারেশন ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়ার জন্য বিজ্ঞাপন দেয়। শনিবার ছিল বিড জমা দেওয়ার শেষ দিন। গোয়ার এফসি বর্জেস, চণ্ডীগড়ের মিনার্ভা বিড জমা দিয়েছিল। শেষ দিন ফর্ম জমা দিল চেন্নাই সিটি এফসি। বেঙ্গালুরুর ক্লাব ওজোন এফসি খেলার ইচ্ছে দেখালেও তাদের নেওয়া হচ্ছে না। বেঙ্গালুরু এফসি খেলছে ওই শহর থেকে। একই শহর থেকে দু’টি ফ্র্যাঞ্চাইজি টিম নেওয়া হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement