Cricket

গোলাপি বলে খেলার সমস্যা কোথায়, জানিয়ে দিলেন পূজারা

চলতি মাসের ২২ তারিখ ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট ম্যাচের বল গড়াবে। তার আগে ইনদওরে ১৪ তারিখ হবে প্রথম টেস্ট।

Advertisement

সংবাদ সংস্থা

ইনদওর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১৬:৫৯
Share:

গোলাপি বলে খেলার অভিজ্ঞতা রয়েছে পূজারার। —ফাইল চিত্র।

দুপুরে গোলাপি বলে খেলতে কোনও সমস্যা হবে না। কিন্তু, গোধূলিলগ্নে এবং রাতেই বল দেখতে যত সমস্যা হবে ব্যাটসম্যানদের। ইডেনের দিন-রাতের টেস্টের আগে এমনটাই বললেন চেতেশ্বর পূজারা।

Advertisement

চলতি মাসের ২২ তারিখ ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্ট ম্যাচের বল গড়াবে। তার আগে ইনদওরে ১৪ তারিখ হবে প্রথম টেস্ট। প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতের ব্যাটসম্যানরা। বিসিসিআই টিভি-তে পূজারা বলেছেন, ‘‘দুপুরবেলায় বল দেখতে কোনও সমস্যা হবে না। কিন্তু, সন্ধ্যা হওয়ার সময়ে এবং রাতে বল দেখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। ওই সেশনগুলোয় সাবধানে খেলতে হবে।’’

গোলাপি বলে আগে খেলার অভিজ্ঞতা রয়েছে পূজারার। শুধু তিনি নন, ময়ঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, কুলদীপ যাদব দলীপ ট্রফিতে গোলাপি কোকাবুরা বলে খেলেছেন। পূজারা বলছেন, ‘‘ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা কাজে লাগবে।’’

Advertisement

আরও পড়ুন: শেফিল্ড শিল্ডে আউট হয়ে অসন্তুষ্ট স্টিভ স্মিথ, দেখুন ভিডিয়ো

গোলাপি বল নিয়ে আশা-আশঙ্কা রয়েছে ক্রিকেটমহলে। অনেকেই বোর্ডের নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। অনেকে আবার বলের চরিত্র সম্পর্কে সন্দিহান। আগের অভিজ্ঞতা থেকে পূজারা জানেন কীভাবে খেলতে হবে গোলাপি বল। তিনি বলেন, ‘‘দেরিতে এবং শরীরের কাছাকাছি খেলাই রান করার চাবিকাঠি। আমার মনে হয় না বলের সঙ্গে মানিয়ে নিতে কোনও সমস্যা হবে।’’

আরও পড়ুন: ইনদওরে নৈশালোকে গোলাপি বলে প্র্যাকটিস করতে চাইছেন বিরাটরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন