West Indies

Chris Gayle: ১৪ হাজার রান ক্রিস গেলের, টি২০ ক্রিকেটে প্রথম, অনেক পেছনে কোহলী

প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৯:৪৮
Share:

টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,০০০ রান করে ফেললেন ক্রিস গেল। ছবি - টুইটার

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১৪,০০০ রান করে ফেললেন ক্রিস গেল। এর মধ্যে যেরকম আন্তর্জাতিক ক্রিকেট রয়েছে, তেমনি বিভিন্ন দেশের টি-টোয়েন্টি ঘরোয়া লিগও রয়েছে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ৩৮ বলে ৬৭ রান করেন গেল। এর ফলে সব ধরনের টি২০ ক্রিকেট মিলিয়ে গেলের রান এখন ১৪,০২৫। তালিকায় দ্বিতীয় কায়রন পোলার্ড। তাঁর রান সংখ্যা ১০,৮৬৩। তিন নম্বরে থাকা পাকিস্তানের শোয়েব মালিকের রান ১০,৭৪১। ডেভিড ওয়ার্নার করেছেন ১০,০১৭ রান। তিনি আছেন চার নম্বরে। বিরাট কোহলীব্রেন্ডন ম্যাকালাম রয়েছেন পাঁচ নম্বরে। তাঁদের দুজনেরই রান সংখ্যা ৯,৯২২।

গেলের ব্যাট থেকে এসেছে ৪টি চার ও ৭টি ছক্কা। গেলের এটি ১৪তম আন্তর্জাতিক অর্ধশতরান। ২০১৬ সালের পর, অর্থাৎ পাঁচ বছর পরে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করলেন তিনি।

Advertisement

বয়স কোনও বাধা নয়। এমনতাই বলছেন 'ইউনিভার্স বস'। ছবি - টুইটার।

প্রথমে ব্যাট করে ১৪১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এর ফলে পাঁচটি ম্যাচের প্রথম তিনটিতে জিতেই সিরিজ পকেটে পুরল ওয়েস্ট ইন্ডিজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন