গেইল..ইন্টারভিউ..সেক্স..আবার

চার মাসের মধ্যে দ্বিতীয় বার। সাক্ষাত্কারের সময়ে মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্য করে ফের বিতর্কে ক্রিস গেইল। চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় এক মহিলা সাংবাদিককে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এর জন্য তাঁকে জরিমানাও করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৬ ১৫:২১
Share:

চার মাসের মধ্যে দ্বিতীয় বার। সাক্ষাত্কারের সময়ে মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্য করে ফের বিতর্কে ক্রিস গেইল।

Advertisement

চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় এক মহিলা সাংবাদিককে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এর জন্য তাঁকে জরিমানাও করা হয়। কিন্তু এ বার সে সব কিছুকেই ছাপিয়ে গেলেন তিনি।

ঘটনাটি ঠিক কী?

Advertisement

আইপিএলে একটি ম্যাচের পরে বেঙ্গালুরুতে টাইমস অফ লন্ডনের সাংবাদিক শার্লট এডওয়ার্ড গেইলের সাক্ষাৎকার নিচ্ছিলেন। সেই সময়ে একটি প্রশ্নের উত্তরে গেইল বলেন, “আমার কাছে বিশ্বের সবচেয়ে বড় ‘ব্যাট’ রয়েছে। এক হাতে কিন্তু সেটা ধরতে পারবে না। দু’হাত দিয়ে ধরতে হবে।” শার্লটের কাছে তিনি জানতে চান, “তোমার কি ‘থ্রিসম’এর অভিজ্ঞতা রয়েছে?” এমনকী তিনি জীবনে কোনও কৃষ্ণাঙ্গের সঙ্গে যৌন সম্পর্ক করেছেন কি না তা-ও জানতে চান গেইল। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে খেলেন এই ক্যারিবিয়ান ওপেনার। বেঙ্গালুরুতে আসার পর এখনও পর্যন্ত সেক্স না করার জন্য আক্ষেপও করেছেন তিনি। বিতর্ক আরও উস্কে গেইলের দাবি, মহিলাদের একমাত্র কাজ পুরুষদের যৌনসুখ দেওয়া এবং পরিবার প্রতিপালন করা। যৌনতাকে তাঁর নিজের দেশ জামাইকার মেয়েরা খুব খোলা মনে নেয় বলেও দাবি করেন গেইল।

মাস চারেক আগের বিতর্কিত সেই সাক্ষাত্কারের পরে জরিমানা হয়েছিল গেইলের। তাঁকে ব্যান করার দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন, গেইল ও সুন্দরীরা...

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement