বিশ্ব নাগরিক সচিন

কখনও স্কুল পড়ুয়াদের মাঝে তাদের টিমের হয়ে চুটিয়ে ক্রিকেট খেললেন ব্রিটিশ পপ তারকা ক্রিস মার্টিনের সঙ্গে। কখনও সময় কাটালেন নিজের ‘পুরনো বন্ধু’র সঙ্গে কোল্ড প্লে-র কনসার্ট শুরুর আগে। উপলক্ষ্য একটাই— গ্লোবাল সিটিজেন ইন্ডিয়ার উৎসব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৬ ০৩:০৮
Share:

কখনও স্কুল পড়ুয়াদের মাঝে তাদের টিমের হয়ে চুটিয়ে ক্রিকেট খেললেন ব্রিটিশ পপ তারকা ক্রিস মার্টিনের সঙ্গে। কখনও সময় কাটালেন নিজের ‘পুরনো বন্ধু’র সঙ্গে কোল্ড প্লে-র কনসার্ট শুরুর আগে। উপলক্ষ্য একটাই— গ্লোবাল সিটিজেন ইন্ডিয়ার উৎসব। তিনি, সচিন তেন্ডুলকর যে উৎসব নিজে চুটিয়ে উপভোগ করছেন। এ দিন পরপর টুইটে উপচেও পড়েছে সচিনের সেই ভাললাগা। প্রথমে মার্টিনের সঙ্গে ক্রিকেট খেলার ছবি-সহ লেখেন, ‘‘ক্রিসকে বাচ্চাদের টিমের হয়ে ব্যাট করিয়ে দারুণ মজা হল। আমিও ওর গিটার নিয়ে টুংটাং করার চেষ্টা করলাম।’’ পরের ছবিটায় সচিনের পাশে লিয়েন্ডার পেজ। সচিন লেখেন, ‘‘স্টেজের পিছনে হঠাৎ দেখা পুরনো বন্ধুর সঙ্গে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement