শহরে ক্রিস্টোফার।—নিজস্ব চিত্র।
শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার ক্রিস্টোফার। শুক্রবার দুপুরে ডার্বি খেলতে শিলিগুড়ি উড়ে গিয়েছে দল। আর সেই দিন রাতেই সিঙ্গাপুর এয়ারলাইন্স-এ কলকাতা পৌঁছলেন তিনি।
শনিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ আইএফএ-তে সই করে দুপুরের বিমানে শিলিগুড়ি উড়ে যাবেন। যদিও জেট ল্যাগের জন্য তাঁকে প্রথম একাদশে রাখার কোনও সম্ভাবনা নেই। উইনিং কম্বিনেশনও ভাঙতে চাইবেন না ট্রেভর জেমস মরগ্যান। তবে, রিজার্ভ বেঞ্চে তাঁকে রাখার সম্ভাবনা প্রবল।
যে হেতু আগামিকাল বিকেলের আগে তাঁর শিলিগুড়ি পৌঁছনোর কোনও সম্ভাবনা নেই, তাই দলের সঙ্গে অনুশীলনও করতে পারবেন না ক্রিস্টোফার। তিনি পৌঁছনোর আগেই শনিবার সকালেই অনুশীলন সেরে নেবে দল। ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইনে এই মুহূর্তে দারুণ সফল উইলিস প্লাজা। তাঁর সঙ্গে জুটি বেঁধে নিয়মিত গোল পাচ্ছেন আর এক স্ট্রাইকার রবিন সিংহ। নতুন কাউকে ঢুকিয়ে সেই ছন্দ ভাঙবেন না কোচ।