Sport News

গাওস্কর বলছেন, ক্লাব ক্রিকেটই জীবন

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মে ২০১৮ ০৩:৫৭
Share:

—ফাইল চিত্র।

টেস্ট ও ওয়ান ডে মিলিয়ে ভারতের হয়ে ৩৫টি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি টেস্টে চারটি ডাবল সেঞ্চুরিও করেছেন। তিনি— সুনীল গাওস্কর। প্রাক্তন ভারতীয় অধিনায়ক মনে করেন, ক্লাব ক্রিকেটের প্রয়োজনীয়তা কখনও কমবে না। কারণ একদিন যিনি তারকা হয়ে উঠবেন, তাঁকে ক্লাব ক্রিকেট খেলেই সেই জায়গায় পৌঁছতে হবে। গাওস্কর মনে করেন, স্থানীয় ক্রিকেট খেলেই প্রত্যেক ক্রিকেটারকে নিজের ভিত তৈরি করতে হয়।

Advertisement

মুম্বইয়ের একটি অনুষ্ঠানে এসে গাওস্কর বলেছেন, ‘‘ক্রিকেটের আত্মা বলা যেতে পারে ক্লাব ক্রিকেটকে। ক্রিকেটের প্রাণ বললেও ভুল হবে না। প্রত্যেক বড় ক্রিকেটারের নেপথ্যে রয়েছে ক্লাব ক্রিকেটের অবদান। আমরা সবাই স্থানীয় ক্রিকেট খেলেই বড় হয়েছি। ক্লাব ক্রিকেট না থাকলে কোনও ক্রিকেটারই বড় হতে পারবে না।’’

গাওস্করের মনে পড়ে যাচ্ছে পুরনো দিনের কথাও। তিনি বলে দিলেন, ‘‘ক্লাব ক্রিকেটের কথা বলতে আমার মনে পড়ে গেল, স্কুল থেকে বেরিয়ে প্রথম দাদার ইউনিয়নের হয়ে ক্লাব ক্রিকেট খেলা শুরু করি। সেখানে নিয়মিত রান করার পরে নির্বাচকদের নজরে উঠে আসি।’’

Advertisement

অনুষ্ঠানে উপস্থিত খুদে ক্রিকেটারদের স্বচ্ছতার সঙ্গে খেলারও পরামর্শ দেন গাওস্কর। তিনি বলেন, ‘‘জেতার জন্যই খেলা উচিত ক্রিকেট। কিন্তু আবেগের বসে অনেকেই ভুল করে ফেলে। সেটা করলে চলবে না। চুরি করে জেতার থেকে সৎ হয়ে হারার মধ্যে আনন্দ অনেক বেশি। কারণ চুরি তো বেশি দিন করা যায় না। একদিন না একদিন ধরা পড়তেই হবে।’’ তিনি আরও বলেন, ‘‘সৎ ভাবে জেতার আনন্দটা উপভোগ করতে শেখো। তা হলেই দেখবে নিজের খেলায় কতটা উন্নতি হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন