মুখ্যমন্ত্রীর আশ্বাসবার্তা পাক বোর্ডকে পাঠালেন সৌরভ, কাল আসছে পাকিস্তান

পাকিস্তান আসছে। সাজ সাজ রব সিএবিতে। কলকাতায় পাকিস্তানের আসা নিশ্চিত হয়ে গেল। সরকারি তরফে নিশ্চয়তা চেয়েছিল পাক সরকার। সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের তরফে লিখিতভাবে সেই সমর্থনের কথা জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিয়ে নিরাপত্তা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মার্চ ২০১৬ ১৮:১৫
Share:

ব্যস্ত সৌরভ। -নিজস্ব চিত্র।

পাকিস্তান আসছে। সাজ সাজ রব সিএবিতে। কলকাতায় পাকিস্তানের আসা নিশ্চিত হয়ে গেল। সরকারি তরফে নিশ্চয়তা চেয়েছিল পাক সরকার। সেই মতো পশ্চিমবঙ্গ সরকারের তরফে লিখিতভাবে সেই সমর্থনের কথা জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সৌরভ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিয়ে নিরাপত্তা সহ সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর চিঠিতে লিখেছেন, ‘‘আমরা খুব খুশি যে ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে পারছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে আইসিসি, বিসিসিআই ও সমস্ত দলকে সব রকম সহযোগিতা দেওয়া হবে।’’ মুখ্যমন্ত্রী যেভাবে পাশে দাঁড়িয়েছেন তাতে স্বভাবতই বাড়তি স্বস্তি দিচ্ছে সৌরভকে। লালবাজারের তরফেও এসে গিয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সব রকম সমর্থনের নিশ্চয়তা। যা খবর শুক্রবারই শহরে পৌঁছে যাবে পাকিস্তান ক্রিকেট দল। কলকাতার পর মোহালিতেও খেলবে পাকিস্তান। যদিও সেখান থেকে এখনও কোনও সরকারি বার্তা পাকিস্তানে পৌঁছয়নি।

Advertisement

এই মুহূর্তে স্বাভাবিক ভাবেই চূড়ান্ত ব্যস্ত সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যেন ব্যাট হাতে নেমে পরেছেন ২২ গজে। ঠিক যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট চলত তাঁর। এবার অবশ্য বিরুদ্ধে নয়। এবার বিশ্বের হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচকে সুষ্ঠুভাবে করার লড়াই। এই ম্যাচ কলকাতায় এনে ছক্কা হাঁকিয়েছিলেন আগেই। এবার ক্রিজে টিকে থেকে সিএবিকে সাফল্য এনে দেওয়াই মূল লক্ষ্য। টিকিটের চাহিদাও তুঙ্গে।

আরও খবর

Advertisement

সৌরভদের আশা, আজই চলে আসবে পাক দল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন