আদালতে যেতে পারেন প্রশাসকরা

বিসিসিআই ভারতীয় ক্রিকেটের স্বার্থ বিরোধী কোনও সিদ্ধান্ত নিলে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে। বুধবার এ কথা জানিয়ে দিল প্রশাসকদের কমিটি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০৪:০৩
Share:

বিসিসিআই ভারতীয় ক্রিকেটের স্বার্থ বিরোধী কোনও সিদ্ধান্ত নিলে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে। বুধবার এ কথা জানিয়ে দিল প্রশাসকদের কমিটি। শুধু জানিয়ে দেওয়াই নয়, প্রতিটি রাজ্য সংস্থাকে এ কথা চিঠি দিয়ে জানিয়েও দিয়েছে তারা।

Advertisement

ভারতীয় ক্রিকেট মহলে জল্পনা আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নিতে পারে বোর্ড। প্রশাসকদের কমিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তাদের অনুমতি ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত যেন না নেওয়া হয়। ৭ মে রবিবার বিসিসিআই-এর এই বৈঠক হওয়ার কথা।

জানা গিয়েছে, প্রশাসকদের কমিটির তরফে রাজ্য সংস্থাগুলোকে যে চিঠি দেওয়া হয়েছে আইসিসি তাদের সিদ্ধান্ত ফের বিবেচনা করলেও ভারতীয় বোর্ড যে ৫৭ কোটি ডলার দাবি করছে তা মেনে নেওয়া সম্ভব নয়। চিঠিতে এটা লিখে দেওয়া হয়েছে, ‘‘ভারতীয় ক্রিকেটের স্বার্থ বিরোধী কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা শীর্ষ আদালতকে জানিয়ে হস্তক্ষেপ প্রার্থনা করা হবে। প্রয়োজনে অন্য পদক্ষেপও নেওয়া হতে পারে।’’

Advertisement

এই চিঠির পর বোর্ডে আদালত নিযুক্ত প্রশাসক ও কর্তাদের মধ্যে সঙ্ঘাত বেঁধে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে। এই সঙ্ঘাত কাটিয়ে আইসিসি-র দরবারে বোর্ড কর্তারা ফের নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে পারেন কিনা সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন