ম্যাকেনরোকে তোপ আগাসির

টাইগার উডসের সঙ্গে জোকারের তুলনা করতে গিয়ে ম্যাকেনরো টেনে আনেন পুরনো প্রসঙ্গ। বলেছিলেন যে টাইগার উডসও নয় বছর আগে সাফল্য পাননি। তার পর যখন দুরন্ত ফর্মে একের পর এক খেতাব জিতছিলেন সেই সময়েই দাম্পত্য সমস্যায় ফর্ম ও ফিটনেস হারান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৭ ০৪:০৪
Share:

ক্ষুব্ধ বিশ্বের প্রাক্তন এক নম্বর জকোভিচের মেন্টর আন্দ্রে আগাসি।—ফাইল চিত্র।

বিতর্কিত মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা দুষ্কর। সেই প্রাক্তন টেনিস তারকা জন ম্যাকেনরো দিন কয়েক আগেই সেরিনা উইলিয়ামসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সরগরম করে দিয়েছিলেন টেনিস দুনিয়া।

Advertisement

এ বার সেই ম্যাকেনরো পড়েছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচকে নিয়ে। যেখানে জকোভিচকে তিনি তুলনা করেন বিতর্কিত মার্কিন গলফার টাইগার উডসের সঙ্গে। আর এতেই বেড়েছে বিপত্তি। যার জেরে ক্ষুব্ধ বিশ্বের প্রাক্তন এক নম্বর জকোভিচের মেন্টর আন্দ্রে আগাসি। তাঁর কথায়, ‘‘ম্যাকেনরো এক্ষেত্রে অনেক সংযত মন্তব্য করতে পারতেন।’’

টাইগার উডসের সঙ্গে জোকারের তুলনা করতে গিয়ে ম্যাকেনরো টেনে আনেন পুরনো প্রসঙ্গ। বলেছিলেন যে টাইগার উডসও নয় বছর আগে সাফল্য পাননি। তার পর যখন দুরন্ত ফর্মে একের পর এক খেতাব জিতছিলেন সেই সময়েই দাম্পত্য সমস্যায় ফর্ম ও ফিটনেস হারান। ম্যাকেনরোর মতে প্রায় সে রকমই জকোভিচের কেরিয়ার। ২০১৬-র ফরাসি ওপেনের আগে কোনও গ্র্যান্ড স্ল্যাম জেতেননি এই সার্বিয়ান টেনিস তারকা। কিন্তু এর পরেই ব্যক্তিগত সমস্যায় গত বছর উইম্বলডনের তৃতীয় রাউন্ডে স্যাম কোয়েরির কাছে হেরে বিদায় নেন। যার ফলে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে চার নম্বরে নেমে যেতে হয় জোকারকে। নিজের কোচদের বরখাস্ত করে এর পরেই এ বছর ফরাসি ওপেনের আগে আন্দ্রে আগাসির সাহায্য নেন জকোভিচ। দু’জনেরই ব্যক্তি জীবন বিশ্লেষণ করে ম্যাকেনরো বলেছিলেন, ‘‘জকোভিচ হল টেনিসের টাইগার উডস।’’

Advertisement

যার প্রতিক্রিয়ায় জকোভিচ সাংবাদিক সম্মেলনে কোনও প্রতিক্রিয়া না দিলেও তাঁর মেন্টর কাম কোচ আগাসি বেশ ক্ষুব্ধ। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলে যান, ‘‘জনের সঙ্গে বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেছি। জকোভিচকে নিয়ে ওঁর মন্তব্য মোটেও পছন্দ হয়নি আমার।’’ সঙ্গে তিনি এটাও বলে দেন, ‘‘আমরা অনেকেই সময় বিশেষে এমন কিছু মন্তব্য করি যাতে অনেকেই আঘাত পায়। আশা করেছিলাম, টাইগারের সঙ্গে জকোভিচের তুলনা করতে গিয়ে জন বিচক্ষণ মন্তব্য করবে। কিন্তু তা হয়নি।’’জকোভিচের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে এ দিন আগাসি বলেন, ‘‘জীবনের সেরা ফর্মে রয়েছে মারে। সুস্থ থাকলে ম্যাজিক দেখানোর ক্ষমতা রাখে।’’

নিজের ছাত্র সম্পর্কে এর পরেই আগাসি বলেন, ‘‘ফর্ম বিচার হয় একজন খেলোয়াড় সম্প্রতি কী রকম পারফর্ম করেছে তার উপর। কিন্তু আমি সাম্প্রতিক ফর্মের চেয়েও চিন্তিত জকোভিচের ভবিষ্যৎ নিয়ে। কারণ ওকে ফের এক নম্বর হতে হবে।’’ সবকিছু ঠিক চললে সেমিফাইনালে রজার ফেডেরারের মুখে পড়তে পারেন জকোভিচ। যে প্রসঙ্গে আগাসি বলছেন, ‘‘তা হলে একটা বিশেষ ম্যাচ হিসেবে চিহ্নিত হবে ওই ম্যাচ।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন