কোচের সিদ্ধান্তেই মিঠুনের আগে ব্যাট করতে নেমেছি: মাশরাফি

আমিরের বলে সাকিব প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ব্যাটিং অর্ডার অনুযায়ী মোহম্মদ মিঠুনের মাঠে নামার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামেন মাশরাফি বিন মুর্তজা।

Advertisement

ঢাকা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১৩:৩৬
Share:

মাশরাফি।

আমিরের বলে সাকিব প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর ব্যাটিং অর্ডার অনুযায়ী মোহম্মদ মিঠুনের মাঠে নামার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামেন মাশরাফি বিন মুর্তজা। আগের ম্যাচে ওপেনিংয়ে নামা মিঠুন তখনও ড্রেসিংরুমে বসে।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মাশরাফি জানান, কোচের সিদ্ধান্তেই তিনি মিঠুনের আগে ব্যাটিংয়ে নেমেছিলেন।
বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মাশরাফি বলেন, ‘তখন আমিরের বল রিভার্স করছিল। কোচ এসে বললেন, 'সাকিব যদি আমিরের ওভারে আউট হয় তা হলে তোমার যাওয়ার দরকার নেই। এর আগে যদি আউট হয়ে যায় তা হলে তুমি এই চান্সটা নাও। এই কারণেই মিঠুনের আগে মাঠে নামা।’
তিনি আরও যোগ করেন, ‘এরপর আমি নেমেই প্রথম বলটা নিজের মতো পেয়ে যাই। দ্বিতীয় বলটা আমার ব্যাটে লেগে চার হয়ে গিয়েছে। সেই সঙ্গে ভাগ্যও আমাদের সঙ্গ দিয়েছে।”

Advertisement

সৌজন্যে বাংলা ট্রিবিউন।

আরও পড়ুন...

Advertisement

পা মাটিতেই থাকছে মাশরাফির

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement