শহরে রোচের ক্লাসে হয়তো লিয়েন্ডার

সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে সল্ট লেকে কিংবদন্তি টেনিস কোচ টনি রোচের কাছে ট্রেনিং করতে দেখা যাবে ভারতীয় টেনিসের অন্যতম কিংবদন্তি লিয়েন্ডার পেজকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৪ ০৩:৩৩
Share:

সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে সল্ট লেকে কিংবদন্তি টেনিস কোচ টনি রোচের কাছে ট্রেনিং করতে দেখা যাবে ভারতীয় টেনিসের অন্যতম কিংবদন্তি লিয়েন্ডার পেজকে। শুক্রবার প্রাক্তন অস্ট্রেলীয় টেনিস তারকা রোচের এক সূত্র জানালেন, জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমিতে ১ থেকে ৭ ডিসেম্বর মূলত ভারতের বর্তমান এবং সম্ভাব্য ডেভিসকাপারদের নিয়ে টনি রোচ যে ক্যাম্প চালাবেন, তাতে অংশ নিতে মহাতারকা নিজেই রাজি। লিয়েন্ডার পঞ্জাব টিমের হয়ে চ্যাম্পিয়ন্স টেনিস লিগ খেলেছেন এ দেশে।

Advertisement

যত দূর খবর, রোচ রবিবার গভীর রাতে কলকাতা পৌঁছচ্ছেন। সোমবারই সকাল থেকে তিনি এ দেশের ডেভিসকাপারদের নিয়ে সল্ট লেকের কোর্টে নেমে পড়বেন। সোমদেব দেববর্মন, সনম সিংহ, এম রঞ্জিত, বিষ্ণু বর্ধন, রামকুমার, সাকেত মিনেনিদের বেশির ভাগেরই রবি-সোমবারের ভেতর শহরে পৌঁছে যাওয়ার কথা।

সূত্রের খবর, সোমবার সকালের সেশনেই সোমদেবকে নিয়ে পড়ার কথা। সোমদেবের সঙ্গে তাঁর নবনিযুক্ত ব্যক্তিগত সার্বিয়ান কোচও শহরে থাকবেন বলে শোনা যাচ্ছে। যাতে রোচের স্পেশ্যাল টিপস বুঝে নিয়ে পরে সোমদেবকে ট্রেনিং করাতে পারেন ওই সার্বিয়ান কোচ।

Advertisement

রজার ফেডেরারের প্রাক্তন কোচ, যার হাতে চার-চার জন বিশ্বের এক নম্বর টেনিস প্লেয়ার তৈরি হয়েছে, সেই রোচ ইতিমধ্যেই ট্রেনিং শিডিউলের পুঙ্খানুপুঙ্খ সূচি নাকি পাঠিয়ে দিয়েছেন। এক সপ্তাহের সিংহভাগ তিনি ভারতীয় ডেভিসকাপারদের পিছনেই ব্যয় করবেন। মিডিয়ার মুখোমুখি হবেন সম্ভবত মঙ্গলবার বিকেল নাগাদ। সে দিন এমন একটা অনুষ্ঠান আছে যা রোচের কলকাতা সফরের অন্যতম ইউএসপি হয়ে উঠতে পারে। সল্ট লেকের অ্যাকাডেমির কোর্টের এক দিকে ভারতের বহু ডেভিস কাপ যুদ্ধের নায়ক জয়দীপের সঙ্গে বর্তমানে দেশের এক নম্বর সোমদেব। আর নেটের অন্য দিকে তরুণ সনম সিংহের পার্টনার প্রাক্তন কিংবদন্তি ডাবলস তারকা টনি রোচ। যে প্রদর্শনী ডাবলস লড়াই একটা ছোটখাটো ঝলক হতেই পারে রোচ ক্যারিশমার!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন