বিদায়ী সচিবের পত্রাঘাতে বিতর্ক

যার উত্তরে এ দিন সৌরভ বলেন, ‘‘সুবীরবাবু কী বলেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। উনি সিএবি-র শীর্ষপদে ন’বছর পূর্ণ করেছেন। তাই ওঁকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্কিং কমিটি। এটা আমার একার সিদ্ধান্ত নয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ০৪:২৭
Share:

শনিবার সিএবি-র ওয়ার্কিং কমিটির সভা। তার আগের দিন শুক্রবার প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে এক কড়া চিঠি দিলেন বিদায়ী যুগ্মসচিব সুবীর গঙ্গোপাধ্যায়। যে চিঠিতে তিনি সৌরভের পদত্যাগের দাবি তুলেছেন।

Advertisement

গত ওয়ার্কিং কমিটির সভায় (২৯ অগস্ট) একটি চিঠি দিয়ে সুবীরবাবু বোঝাতে চেয়েছিলেন, সিএবি প্রশাসনে তাঁর এখনও ন’বছর পূর্ণ হয়নি, ফলে তিনি যুগ্মসচিব হিসেবে কাজ করে যেতে পারেন। তাঁর এই বক্তব্য প্রায় উড়িয়ে দিয়ে তাঁকে ওই সভায় কার্যত পদত্যাগ করতে বলা হয়েছিল। তিনিও জানিয়ে দেন, ওয়ার্কিং কমিটির পরবর্তী সভা পর্যন্ত তিনি সিএবি-র দৈনন্দিন কাজ করবেন না। কিন্তু তিনি পদত্যাগ করেছেন ধরে নিয়ে শনিবারের সভায় তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি।

আমন্ত্রণ না পেয়েই এখন ক্ষুব্ধ সুবীরবাবু সৌরভকে চিঠি দিয়ে বলছেন, ‘‘বিচারপতি লোঢা কমিটির যে সুপারিশের জন্য আমাকে আর যুগ্মসচিব পদে গণ্য করা হচ্ছে না, সেই একই সুপারিশের জন্য তা হলে আপনারও সিএবি-র শীর্ষপদ থেকে এখনই পদত্যাগ করা উচিত।’’

Advertisement

যার উত্তরে এ দিন সৌরভ বলেন, ‘‘সুবীরবাবু কী বলেছেন, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। উনি সিএবি-র শীর্ষপদে ন’বছর পূর্ণ করেছেন। তাই ওঁকে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ওয়ার্কিং কমিটি। এটা আমার একার সিদ্ধান্ত নয়।’’

শনিবার ওয়ার্কিং কমিটি বৈঠকে সুবীরবাবু না থাকলেও তাঁর এই অনুপস্থিতি নিয়ে প্রবল ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। ওয়ার্কিং কমিটির বহু সদস্যই নাকি সুবীরবাবুকে সমর্থন করে ক্ষোভ জানাতে পারেন। কী ভাবে এই পরিস্থিতি সামলান সৌরভ ও তাঁর অনুগামী কর্তারা, সেটাই এখন দেখার। তবে সভায় ঝড় ওঠার সম্ভাবনা প্রবল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন