এ বছর শুরু হওয়া শেন ওয়ার্ন-সচিন তেন্ডুলকরের মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটার সংস্থা (ফিকা)। অভিযোগ, লিগে খেলা প্রায় পঞ্চাশ জন প্রাক্তন ক্রিকেটারদের তাঁদের বকেয়া টাকা দেওয়া হয়নি। লিগ সংগঠকদের বিরুদ্ধে মামলা করবেন প্লেয়াররা। লিগের মৌলিকতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে।