Ice Hockey

Winter Olympics: করোনা আতঙ্কে মাস্ক পরেই অলিম্পিক্স ম্যাচে

ম্যাচে রাশিয়ার খেলোয়াড়েরা ঠিক সময়ে হাজির থাকলেও তাঁদের প্রতিপক্ষ সেখানে ছিল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০২
Share:

— ছবি সংগৃহীত

বেজিং শীতকালীন অলিম্পিক্সে কানাডা এবং রাশিয়ার মহিলা খেলোয়াড়দের মাস্ক পরেই আইস হকি ম্যাচে নামতে দেখা গেল সোমবার। যা নিয়ে প্রবল আলোচনা শুরু হয়েছে। শুধু তাই নয়, ম্যাচটি এক ঘণ্টা দেরিতেও শুরু হয়। কানাডা এই ম্যাচে ৬-১ গোলে হারায় রাশিয়াকে। তাদের এক খেলোয়াড় আবার জানান, বিপক্ষের করোনা পরীক্ষার ফল দেরিতে আসায় ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয়নি।

Advertisement

ম্যাচে রাশিয়ার খেলোয়াড়েরা ঠিক সময়ে হাজির থাকলেও তাঁদের প্রতিপক্ষ সেখানে ছিল না। অনুপস্থিতির কারণ রাশিয়ার খেলোয়াড়দের করোনা পরীক্ষার ফল তখনও হাতে পাননি কানাডা শিবির। তাই খেলোয়াড়দের সুরক্ষার কথা ভেবে তাঁরা ম্যাচে নামেননি। কানাডার খেলোয়াড় নাতালি স্পুনার বলেছেন, ‘‘সকালে করোনা পরীক্ষা করা হয়েছিল রাশিয়ার খেলোয়াড়দের। কিন্তু ম্যাচের আগে সেই ফল আমরা পাইনি। গত কয়েক দিনে ওদের কয়েক জনের কোভিড পরীক্ষার ফল পজ়িটিভ এসেছিল। তাই সুরক্ষার জন্য ওদের পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছিলাম।’’ গত সপ্তাহে রাশিয়ার ছ’জন খেলোয়াড়কে কোয়রান্টিনে রাখা হয়েছে।

তবে বেজিংয়ে কড়া ভাবে করোনার জন্য বিধিনিষেধ মেনে চলতে হলেও এর আগে কোনও ম্যাচে এ ভাবে মাস্ক পরে খেলোয়াড়দের নামতে দেখা যায়নি। তাই এই ঘটনা নিয়ে এখন প্রবল ভাবে আলোচনা হচ্ছে। সোমবার আবার ইটালির আরিয়ানা ফন্টানা শর্ট ট্র্যাকের অন্যতম সেরা স্কেটার হিসেবে ইতিহাসে নাম তুলে ফেললেন ৫০০ মিটারে সোনা জিতে। ৪২.৪৮৮ সেকেন্ডে শেষ করার পরে তিনি আনন্দে চেঁচিয়ে ওঠেন। এই নিয়ে বেজিংয়ে তিনি দ্বিতীয় ও খেলোয়াড়জীবনে ১০ নম্বর অলিম্পিক্স পদক জিতলেন। এর আগে তিনি মিক্সড ২০০০ মিটার রিলেতে
রুপো জিতেছেন।

Advertisement

সোমবার শীতকালীন অলিম্পিক্সে আর এক উল্লেখযোগ্য ঘটনা ক্যানসারজয়ী কানাডার স্নোবোর্ডার ম্যাক্স প্যারট-এর পুরুষদের স্লোপস্টাইলে সোনা জয়। ২০১৮ সালের অলিম্পিক্সে রুপো জেতার ১০ মাস পরে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। সেই যুদ্ধ জয় করে সোনা ছিনিয়ে নিয়ে উচ্ছ্বসিত ম্যাক্স বলেছেন, ‘‘আমার খেলোয়াড় জীবনের এখনও পর্যন্ত সেরা জয়।’’

এ দিকে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে দেখা করলেন চিনের বিতর্কিত মহিলা টেনিস তারকা পেং শুয়াই। বেজিংয়ে চলতি শীতকালীন অলিম্পিক্সের বিভিন্ন অনুষ্ঠানে তিনি হাজির থাকবেন। সোমবার আইওসি-র তরফে বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে এ সবের মধ্যেও পেং‌-কে নিয়ে বিভিন্ন মহলে চিন্তা রয়েছে। আইওসি জানিয়েছে, পেং হাজির ছিলেন চিন-নরওয়ের কার্লিং ম্যাচেও। তাঁর সঙ্গে আইওসির সদস্য কার্স্টি কভেন্ট্রিও উপস্থিত
ছিলেন সেখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন