প্রাথমিক স্কুল পড়ুয়াদের খেলায় সেরার হ্যাটট্রিক কোচবিহারের

প্রাথমিক স্কুল পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য সেরা হওয়ার ‘হ্যাটট্রিক’ করল কোচবিহার। সল্টলেকের সাই কমপ্লেক্সে গত ১৯-২১ ডিসেম্বর ওই প্রতিযোগিতার আসর বসেছিল। প্রতিযোগিতায় রাজ্যের ২০টি জেলা দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট (৪৬) পেয়ে সেরার সম্মান ধরে রাখে কোচবিহারের খুদেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কোচবিহার শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৬ ০২:০২
Share:

স্টেশনেই সংবর্ধনা চ্যাম্পিয়ান খুদেদের। নিজস্ব চিত্র।

প্রাথমিক স্কুল পড়ুয়াদের ক্রীড়া প্রতিযোগিতায় রাজ্য সেরা হওয়ার ‘হ্যাটট্রিক’ করল কোচবিহার। সল্টলেকের সাই কমপ্লেক্সে গত ১৯-২১ ডিসেম্বর ওই প্রতিযোগিতার আসর বসেছিল। প্রতিযোগিতায় রাজ্যের ২০টি জেলা দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট (৪৬) পেয়ে সেরার সম্মান ধরে রাখে কোচবিহারের খুদেরা। এবার নিয়ে পরপর তিন বার রাজ্যস্তরের ওই প্রতিযোগিতায় সেরা হল কোচবিহার। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সূত্রের দাবি, প্রতিযোগিতার তিন দশকের ইতিহাসে কোচবিহার জেলার ওই সাফল্য নজিরবিহীন। এখনও এমন কৃতিত্বের নজির অন্য জেলার নেই।

Advertisement

বৃহস্পতিবার উত্তরবঙ্গ এক্সপ্রেসে নিউ কোচবিহার স্টেশনে রাজ্য সেরা দলের খুদে খেলোয়াড়রা পৌঁছতেই তাঁদের স্বাগত জানাতে উৎসাহীদের ভিড় উপচে পড়ে। ফুলের মালা, তোড়া, ব্যান্ডপার্টি আয়োজনে কমতি ছিল না কিছুই। শুরু হয়েছে ওই ক্রীড়াবিদদের সংবর্ধনা জানানোর তোড়জোড়ও। কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার বলেন, “পরপর তিন বার রাজ্য সেরার শিরোপাপ্রাপ্তি অত্যন্ত গর্বের ব্যাপার। এতে পড়ুয়াদের ক্রীড়াক্ষেত্রেও প্রতিভা, সম্ভাবনার বিষয়টি স্পষ্ট হয়েছে।”

জেলা বিদ্যালয় সংসদ সূত্রেই জানা গিয়েছে, মোট ২৮টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। জেলাস্তরের সফলদের নিয়ে আয়োজিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় কোচবিহার থেকে ২৩ জনের খেলোয়াড় দল অংশ নেয়। ব্যাক্তিগত বিভিন্ন ইভেন্টের পাশাপাশি দলগত বিভাগেও কোচবিহারের খুদেরা অন্য জেলার প্রতিযোগীদের টক্কর দিয়েছে। দলের ম্যানেজার অয়ন ভট্টাচার্য জানিয়েছেন, দৌড়, লংজাম্প, হাইজাম্প সহ বিভিন্ন ব্যাক্তিগত বিভাগে মোট ৫টি ইভেন্টে জেলার প্রতিযোগী প্রথম হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে এক ও দু’জন খুদে খেলোয়াড়। এ ছাড়াও বালিকাদের রিলে রেসে প্রথম ও বালকদের রিলে রেসে দ্বিতীয় পুরস্কার এসেছে কোচবিহারের ঝুলিতে। মার্চপাস্টেও জেলা রানার্স হয়। সব মিলিয়েই রাজ্য সেরা পুরস্কার।

Advertisement

সংসদ সূত্রের খবর, জেলার প্রতিযোগীদের মধ্যে দিনহাটার রতিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের ধনঞ্জয় রায় একাই দু’টি ইভেন্টে প্রথম হয়েছে। লংজাম্প ও ৭৫ মিটার দৌড়ে প্রথম পুরস্কার পেয়েছে সে। নিউকোচবিহারে নেমে ফুল, মালায় আপ্লুত ওই খুদের বক্তব্য, “খুব আনন্দ লাগছে। খেলার চেষ্টা চালিয়ে যাব।” কোচবিহার সদরের দলুয়া দশগীর প্রাথমিক বিদ্যালয়ের বিশ্বজিৎ রায়, বড় নলধোধরা প্রাথমিক বিদ্যালয়ের মর্জিনা খাতুনদের মত অন্যরাও ছিল উচ্ছ্বসিত। তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কোচবিহার জেলা সভাপতি দেবাশিস কর বলেন, “জেলার স্কুলগুলিতে নিয়মিত খেলাধূলোর চর্চার পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যস্তরের প্রতিযোগিতার জন্য আবাসিক প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থাও গত কয়েক বছর ধরে করা হচ্ছে। যার জেরেই কোচবিহার টানা তিন বার রাজ্য সেরা খেতাব পেয়েছে। আমরা সত্যি দারুণ খুশি হয়েছি।” ওই আনন্দে জেলার প্রাথমিক বিদ্যালয়ে একদিন ছুটি ঘোষণার দাবিও উঠেছে। দেবাশিসবাবু বলেন, “শিক্ষকদের অনেকে ওই দাবি করছেন। সংসদ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছে।” সংসদ চেয়ারপার্সন বলেন, “ওই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।” প্রসঙ্গত, এ বার হুগলি রানার্স হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন