Copa America 2021

Copa America: সুয়ারেজ, কাভানিদের আটকে কলম্বিয়াকে সেমিফাইনালে তুললেন অস্পিনা, এ বার সামনে মেসি

কলম্বিয়ার হয়ে পেনাল্টিতে গোল করেন দুভান জাপাতা, ডেভিনসন সাঞ্চেজ, এরি মিনা এবং মিগুয়েল বোর্জা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১১:৫৭
Share:

৪-২ ফলে জয় পেল ডেভিড অস্পিনার দল। ছবি: রয়টার্স

কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়া। পেনাল্টিতে উরুগুয়েকে হারিয়ে দিল তারা। ৪-২ ফলে জয় পেল ডেভিড অস্পিনার দল।

Advertisement

প্রথম ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। সুয়ারেজ, কাভানিদের আটকে রেখেছিলেন অস্পিনা। পেনাল্টিতে তাঁরা গোল পেলেও, আটকে দেন মারিয়া গিমিনেজ এবং মাতিয়াস ভিনার শট। দলকে সেমিফাইনালে তোলেন নাপোলির গোলরক্ষক।

কলম্বিয়ার হয়ে পেনাল্টিতে গোল করেন দুভান জাপাতা, ডেভিনসন সাঞ্চেজ, এরি মিনা এবং মিগুয়েল বোর্জা। তবে ম্যাচের নায়ক অস্পিনাই। তিনি বলেন, “আমরা দেশকে আনন্দ দিতে চেয়েছিলাম। আশা করব ওরা শান্তি পাবে।”

Advertisement

পেনাল্টি মানেই কলম্বিয়ার কাছে ছিল হতাশা। ২০১৫ এবং ২০১৯ সালে পেনাল্টিতে হেরেই কোপা থেকে বিদায় নিতে হয়েছিল তাদের। ২০১৮ সালে বিশ্বকাপেও ইংল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টিতেই হেরে গিয়েছিল কলম্বিয়া। সেই শাপমোচন যেন হল এ বারের কোপায়।

অস্পিনা বলেন, “অপূর্ব অনুভূতি। পেনাল্টি এমনই। কখনও আনন্দ দেবে, কখনও দুঃখ। ম্যাচে কখনও উরুগুয়ে দাপট দেখিয়েছে, কখনও আমরা। কিন্তু পেনাল্টি শুট আউটে যে কোনও কিছু হতে পারে।”

শুরু থেকেই উরুগুয়ের ওপর চাপ রেখেছিল কলম্বিয়া। জয়ের হাসি শেষ পর্যন্ত তাদেরই মুখে। ছবি: রয়টার্স

শুরু থেকেই উরুগুয়ের ওপর চাপ রেখেছিল কলম্বিয়া। জয়ের হাসি শেষ পর্যন্ত তাদেরই মুখে। সামনে এ বার লিয়োনেল মেসির আর্জেন্টিনা। সুয়ারেজদের আটকে দেওয়ার পর এ বার অস্পিনার সামনে মেসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন