Coronavirus

বিমানবন্দর বন্ধ করে চলুক সেবা: ম্যাকগ্রেগর

বিশ্বজুড়ে করোনার থাবা বহু মানুষের প্রাণ কেড়েছে। ইটালি, স্পেনের মতো না হলেও আয়ারল্যান্ডেও ক্রমশ তা সংক্রমিত হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২০ ০৪:২৮
Share:

আবেদন: আয়ার্ল্যান্ডে করোনা নিয়ে বার্তা কোনরের। ফাইল চিত্র

২৮ মার্চ: করোনাভাইরাসের আক্রমণ আটকাতে এখনই বিমানবন্দর বন্ধ করে দেওয়া উচিত। যে বিমানগুলি এখনও আয়ারল্যান্ডে নামছে সেগুলো ব্যবহার করা হোক স্বাস্থ্যের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য এবং চিকিৎসা সরঞ্জাম আনার কাজে। এই দাবি তুলেছেন ইউএফসি চ্যম্পিয়ন বক্সার কোনর ম্যাকগ্রেগর। শনিবার এক ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি বলেছেন, “আমাদের দেশের সেনাদের করোনা আটকাতে ব্যবহার করা হোক। সেনাদের পাশাপাশি দেশে যে পনেরো হাজার পুলিশ রয়েছে প্রয়োজন হলে তাঁদেরও কাজে লাগানো হোক।”

Advertisement

বিশ্বজুড়ে করোনার থাবা বহু মানুষের প্রাণ কেড়েছে। ইটালি, স্পেনের মতো না হলেও আয়ারল্যান্ডেও ক্রমশ তা সংক্রমিত হচ্ছে। তা নিয়েই উদ্বিগ্ন সে দেশের জনপ্রিয় বক্সার ও মিক্সড মার্শাল আর্টের তারকা ম্যাকগ্রেগর। তিনি বলেছেন, “করোনা যুদ্ধে চব্বিশ ঘন্টাই নজর রাখা উচিত এবং সে জন্য অন্যান্য দেশের মতো বিদেশ থেকে আসা মানুষদের আটকাতে বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত। যাতে অন্য দেশের নাগরিকদের থেকে সংক্রমণ না ছড়াতে পারে।” পাশাপাশি দেশের সব নাগরিকের কাছে তিনি আবেদন করেছেন, সবাই যেন ঘরেই থাকেন। “বাড়িতে যখন থাকবেন তখন পুষ্টিকর খাবার খাবেন। প্রয়োজনীয় শারীরচর্চা করবেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। করোনা ভয়ঙ্কর রোগ। তাকে প্রতিহত করতেই হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন