COVID-19 Crisis

এক বছর পিছিয়ে দেওয়া হোক টি২০ বিশ্বকাপ, দাবি সাইমন কাটিচের

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পরিবর্তনের কোনও ভাবনা নেই। কোনও সদস্য দেশ এমন দাবিও তোলেনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২০ ১৩:২১
Share:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ কি নির্ধারিত সময়েই হবে? ছবি টুইটার থেকে নেওয়া।

চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের জেরে উদ্ভূত পরিস্থিতিতে পরের বছর এই প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার সাইমন কাটিচ

Advertisement

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রধান কোচ কাটিচ বলেছেন, “যে ভাবে মহিলাদের টি২০ বিশ্বকাপ হয়েছে, সে ভাবে গ্রীষ্মের পরের দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের একটা সম্ভাবনা থাকছেই। দেখা যাক, সূচির অদল-বদল সম্ভব কি না। এফটিপি-তে এমন পরিবর্তন সম্ভব কি না, সেটাও দেখতে হবে। আমি নিশ্চিত যে টি২০ বিশ্বকাপের আয়োজনই এখন সবার কাছে অগ্রাধিকার পাচ্ছে। অস্ট্রেলিয়ায় এই গ্রীষ্মে যাতে এই প্রতিযোগিতা হয়, তা নিশ্চিত হোক, এটাই চাইছি।”

আরও পড়ুন: ছেলের সঙ্গে তুমুল নাচ! ভিডিয়ো শেয়ার করলেন শিখর ধওয়ন​

Advertisement

আরও পড়ুন: ধোনিকে এ বার সেরা ফিনিশার বললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়কও​

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি পরিবর্তনের কোনও ভাবনা নেই। কোনও সদস্য দেশ এমন দাবিও তোলেনি। গত ২৭ মার্চ টেলিকনফারেন্সে করোনার প্রভাব নিয়ে শেষ বার আলোচনায় বসেছিল আইসিসি বোর্ড। তার আগে ১৭ মার্চ আইসিসি জানিয়েছিল যে পূর্ব নির্ধারিত সূচি মেনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। যা ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে অস্ট্রেলিয়ার সাত ভেন্যুতে হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন