যুদ্ধক্ষেত্র বারমুডা। ছবি টুইটার
ক্রিকেট মাঠে স্লেজিংয়ের ঘটনা তো আকছার ঘটে, কিন্তু তাই বলে কুস্তি! কতকটা এমনটাই ঘটল বারমুডার এক ঘরোয়া ম্যাচে। প্রথমে স্লেজিং, তার পর উত্তপ্ত বাক্য বিনিময়। শেষমেশ তা গড়াল হাতাহাতিতে। তবে তা হাতহাতিতেই থেমে থাকেনি। জল গড়ায় আরও বহু দূর। ক্রিকেট পিচে ঢুকল পুলিশও। আর এই এই মারপিটের জেরে আজীবন নির্বাসিত হলেন এক ক্রিকেটার। অন্য জনের ভাগ্যে জুটেছে ছ’মাসের নিষেধাজ্ঞা। ১২ সেপ্টেম্বরের এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিস্মিত ক্রিকেটমহল।
কী ঘটেছিল সে দিন?
বারমুডার একটি ঘরোয়া টুর্নামেন্টে ম্যাচ চলছিল ক্লিভল্যান্ড কাউন্টি ক্রিকেট ক্লাব ও উইলো কাটস ক্রিকেট ক্লাবের মধ্যে। ক্লিভল্যান্ডের উইকেটকিপার জেসন অ্যান্ডারসনের সঙ্গে খুচখাচ স্লেজিং চলছিল উইলো’র ব্যাটসম্যান জর্জ ও’ব্রায়েনের। বিপত্তি বাধে একটি ওভারের শেষে। কথা কাটাকাটির মাঝে হঠাৎই নিজের ব্যাট উঁচিয়ে অ্যান্ডারসনের দিকে তেড়ে যান ও’ব্রায়েন। কম যান না অ্যান্ডারসনও। তিনিও পাল্টা দেন। কিন্তু, তাঁকে মাটিতে পেড়ে ফেলেন ও’ব্রায়েন। শুরু হয় দু’জনের কুস্তি। শেষমেশ পুলিশ এসে দু’জনকে থামায়। তবে বিপত্তির কাটিয়ে ফের শুরু হয় ম্যাচ। অবশেষে সেই ম্যাচ ৭২ রানে জেতে ক্লিভল্যান্ড।
তবে মাঠে মারপিটের ঘটনায় বারমুডা ক্রিকেট ক্লাব ও ক্লিভল্যান্ড কাউন্টি ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ অ্যান্ডারসনকে আজীবন নির্বাসিত করেছেন। ছ’মাসের জন্য মাঠের বাইরে থাকবেন ও’ব্রায়েন।