West Indies vs Australia

এক দিনে পড়ল ১৪ উইকেট! ১৮০ রানে শেষ অস্ট্রেলিয়া, স্বস্তিতে নেই ওয়েস্ট ইন্ডিজ়ও

প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। ট্রেভিস হেড এবং উসমান খোয়াজা লড়াই করলেও দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। যদিও ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারেরাও তেমন স্বস্তিতে নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুন ২০২৫ ১৩:২০
Share:

উইকেট নিয়ে উচ্ছ্বাস শামার জোসেফের। ছবি: পিটিআই।

টেস্টের প্রথম দিনে পড়ল ১৪ উইকেট। ওয়েস্ট ইন্ডিজ় বনাম অস্ট্রেলিয়া ম্যাচে এমনটাই ঘটল ব্রিজটাউনে। প্রথমে ব্যাট করতে নেমে ব্যর্থ হন অস্ট্রেলিয়ার ব্যাটারেরা। ট্রেভিস হেড এবং উসমান খোয়াজা লড়াই করলেও দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারেননি। যদিও ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটারেরাও তেমন স্বস্তিতে নেই।

Advertisement

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর প্রথম বার টেস্ট খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। সেই দলের স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশেন দলে নেই। ফলে অস্ট্রেলিয়া দলে কিছু বদল হয়েছে। বদলে গিয়েছে ওপেনিং জুটিও। খোয়াজার সঙ্গে এই ম্যাচে ওপেন করতে দেখা যায় স্যাম কনস্টাসকে।

তরুণ ওপেনার ৩ রানের বেশি করতে পারেননি। রান পাননি ক্যামেরন গ্রিন (৩), জস ইংলিস (৫), বিউ ওয়েবস্টার (১১) এবং অ্যালেক্স ক্যারেও (৮)। খোয়াজা (৪৭) এবং হেড (৫৯) মিলে ৮৯ রানের জুটি গড়েন। সেটাই দলকে ১০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। পরের দিকে নেমে প্যাট কামিন্স (১৮ বলে ২৮ রান) দ্রুত রান তুলে কিছুটা লড়াই করার জায়গা তৈরি করেন।

Advertisement

ক্যারিবিয়ান পেসার জেডন সিলস একাই ৫ উইকেট নেন। তবে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে ধাক্কাটা দিয়েছিলেন শামার জোসেফ। তিনি নেন ৪ উইকেট। তাঁর দাপটেই ২২ রানের মধ্যে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। একটি উইকেট নিয়েছেন জাস্টিন গ্রিভস।

ব্যাট করতে নেমে ক্রেগ ব্রেথওয়েট (৪), জন ক্যাম্পবেলরাও (৭) রান করতে পারেননি। শূন্য রানে আউট হয়ে যান জোমেল ওয়ারিকান। কেসি কার্টি করেন ২০ রান। ক্রিজ়ে রয়েছেন ব্র্যান্ডন কিং (২৩ রানে অপরাজিত) এবং রস্টন চেজ় (১ রানে অপরাজিত)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement