যশস্বী জয়সওয়াল। —ফাইল চিত্র।
হেডিংলে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে একের পর এক ক্যাচ ফেলেছেন যশস্বী জয়সওয়াল। ভারতের তরুণ ব্যাটার স্লিপে দাঁড়িয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলেছেন, যা ভারতের ম্যাচ হারার নেপথ্যে অন্যতম কারণ। কিন্তু কেন এত ক্যাচ ফেললেন যশস্বী? বিশ্লেষণ করলেন মহম্মদ কইফ।
ভারতের অন্যতম সেরা ফিল্ডার বলা হয় কইফকে। তিনি এবং যুবরাজ সিংহ ভারতীয় দলের ফিল্ডিংয়ের ছবি বদলে দিয়েছিলেন। সেই কইফ তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, “যশস্বী কেন ক্যাচ ফেলছে? ইংল্যান্ড সিরিজ়ে ভারতীয় দল ডিউক বলে অনুশীলন করছে। যা করতে গিয়ে অনেক সময় চোট লাগার বাড়তি সম্ভাবনা থাকে। তার জন্য হাতে একটা স্ট্র্যাপ জড়াতে হয়। ফলে আঙুল আটকে যায়। আঙুল নড়ে না। ওই স্ট্র্যাপের কারণে অনেক সময় বল হাত থেকে ফস্কে যায়। এটা একটা সমস্যা।”
ইংল্যান্ডকে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছিল ভারত, যা তাড়া করে ইংল্যান্ড ম্যাচ জিতে নেয় ৫ উইকেটে। গোটা ম্যাচে যশস্বী একাই পাঁচটি ক্যাচ ফেলেন। তিনি ছাড়াও রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাহও ক্যাচ ফেলেন, যা ইংল্যান্ডের জয়ের রাস্তা সহজ করে দেয়।
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরু ২ জুলাই থেকে। এজবাস্টনে হবে সেই ম্যাচ। ইতিমধ্যেই ভারতীয় দল সেখানে পৌঁছে গিয়েছে। দু’দিন বিশ্রাম নেওয়ার পর অনুশীলন শুরু করবেন শুভমন গিলেরা।