বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে যুব এক দিনের ম্যাচে চেনা মেজাজে বৈভব সূর্যবংশী। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক খেলল ৬৮ রানের আগ্রাসী ইনিংস। বেনোনির ২২ গজে তার ব্যাট থেকে এল ১০টি ছক্কা এবং ১টি চার।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্যে অ্যারন জর্জকে নিয়ে ব্যাট করতে নামে বৈভব। অ্যারন ১৯ বলে ২০ রান করে আউট হয়ে গেলেও নিজের লক্ষ্যে অবিচল ছিল বৈভব। প্রতিপক্ষের কোনও বোলারকেই বিশেষ সমীহ করেনি ভারতের ছোটদের দলের অধিনায়ক। ২৪ বলের ইনিংসে মেরেছে ১০টি ছক্কা। একটি চার এসেছে তার ব্যাট থেকে। বৈভবের স্ট্রাইক রেট ২৮৩.৩৩। ১৪ বছরের ব্যাটারের দাপটে লাইন-লেংথ ঠিক রাখতে পারেননি দক্ষিণ আফ্রিকার বোলারেরা। ভারতের ইনিংসের ১১ ওভারের পর বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে। তার মধ্যেই ১ উইকেটে ১১৪ রান তুলে নেয় ভারতীয় দল। খেলা বন্ধ থাকার সময় ২২ গজে ছিলেন বেদান্ত ত্রিবেদী (১০) এবং অভিজ্ঞান কুন্ডু (১১)।
দ্বিতীয় যুব এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ২৪৫ রান করে দক্ষিণ আফ্রিকার ছোটরা। ১১৩ বলে ১১৪ রান করেন জেসন রোলেস। আর কেউ ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। ভারতের সফলতম বোলার কিশন সিংহ ৪৬ রানে ৪ উইকেট নেন।