India vs West Indies

ভারত সফরের টেস্ট দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজ়ের, নতুন মুখ এক, বাদ প্রাক্তন অধিনায়ক

ভারতের স্পিন সহায়ক পিচের কথা মাথায় রেখে ১৫ জনের টেস্ট দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ়। ফেরানো হয়েছে স্পিন খেলতে দক্ষ দুই ব্যাটারকে। দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে স্পিনারদেরও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪১
Share:

ওয়েস্ট ইন্ডিজ়ের টেস্ট দল। —ফাইল চিত্র।

ভারতের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ়ের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। রোস্টন চেজের নেতৃত্বে ১৫ জনের দল বেছে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ়ের নির্বাচকেরা। দলে নতুন মুখ এক। ফেরানো হয়েছে দুই ক্রিকেটারকে। বাদ পড়েছেন শতাধিক টেস্ট খেলা প্রাক্তন অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট।

Advertisement

ভারত-ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর। দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর থেকে। দুই টেস্টের এই সিরিজ়ের জন্য মঙ্গলবার দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। টেস্ট দলে ফেরানো হয়েছে দুই ব্যাটার তেজনারাইন চন্দ্রপল এবং অ্যালিক অ্যাথানাজ়কে। ২৯ বছরের তেজনারাইন শেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের জানুয়ারি মাসে। আর ২৬ বছরের অ্যাথানাজ় শেষ টেস্ট খেলেন গত জানুয়ারিতে। স্পিন বল খেলার দক্ষতার জন্যই তাঁদের ভারত সফরের দলে রাখা হয়েছে। প্রথম বার টেস্ট দলে সুযোগ দেওয়া হয়েছে ৩৩ বছরের অলরাউন্ডার খারি পিয়েরকে। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে তিনটি এক দিনের ম্যাচ এবং ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ভারতের পিচে তাঁর বাঁ হাতি স্পিন কার্যকর হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ়ের নির্বাচকেরা। ফর্মে না থাকায় বাদ পড়েছেন প্রাক্তন অধিনায়ক ব্রেথওয়েট।

ওয়েস্ট ইন্ডিজ় দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), কেভলন অ্যান্ডারসন, অ্যালিক অ্যাথানাজ়, জন ক্যাম্পবেল, তেজনারাইন চন্দ্রপল, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইলমাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, অ্যান্ডারসন ফিলিপ, খারি পিয়ের এবং জেডেন সিলস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement