Chris Gayle

ক্রিস গেলের ছবি, ভিডিয়ো দেখিয়ে ৫ কোটি টাকার প্রতারণা! ভাই, ভ্রাতৃবধূর বিরুদ্ধে অভিযোগ ব্যবসায়ীর

মহিলা ব্যবসায়ীর ভাই এবং ভ্রাতৃবধূ বিনিয়োগের প্রস্তাব দেন। মোটা লাভের আশ্বাস দিয়ে কেনিয়ার একটি কফি সংস্থায় বিনিয়োগের কথা বলেন তাঁরা। সংস্থায় ক্রিস গেলের বিনিয়োগ রয়েছে বলে জানানো হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:৩৩
Share:

ক্রিস গেল। —ফাইল চিত্র।

ক্রিস গেলের ছবি এবং ভিডিয়ো দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণা। ৬০ বছরের এক মহিলা ব্যবসায়ী অভিযোগ করলেন নিজের ভাই এবং ভ্রাতৃবধূর বিরুদ্ধে। আরও চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন হায়দরাবাদের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু করেছেন সেন্ট্রাল ক্রাইম পুলিশ স্টেশনের তদন্তকারীরা।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। অভিযোগকারী মহিলা ব্যবসায়ীর ভাই এবং ভ্রাতৃবধূ একটি বিনিয়োগের প্রস্তাব দেন। তাঁকে বলা হয়, কেনিয়ার একটি কফি সংস্থায় বিনিয়োগ করলে ভাল মুনাফা লাভ করতে পারবেন। সংস্থাটির মালিক তাঁর পরিচিত। তিনি আমেরিকায় ব্যবসার প্রসার ঘটাচ্ছেন। মহিলার বিশ্বাস অর্জনের জন্য ক্রিস গেলের ছবি এবং ভিডিয়ো দেখিয়ে বলা হয়, সংস্থায় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটারেরও বিনিয়োগ রয়েছে। মোট ৫ কোটি ৭০ লাখ টাকা বিনিয়োগ প্রয়োজন, বলা হয়। আশ্বাস দেওয়া হয়, বিনিয়োগের অঙ্কের ৪ শতাংশ করে প্রতি মাসে ফেরত দেওয়া হবে।

ভাইয়ের কথা বিশ্বাস করে নিজে ২ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগ করেন অভিযোগকারী মহিলা। এ ছাড়াও বন্ধু এবং পরিবারের অন্যদের উৎসাহিত করে আরও ২ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করান। আরও কিছু ব্যক্তি ৭০ লাখ টাকা বিনিয়োগ করেন। প্রথম কয়েক মাস সকলে বিনিয়োগের অঙ্কের ৪ শতাংশ করে ফেরত পান। এ ভাবেই তাঁর ভাই বিশ্বাস অর্জনের চেষ্টা করেন। সংস্থা লাভজনক ভাবে চলছে এবং আমেরিকার নতুন কারখানায় উৎপাদন শুরু হয়েছে বলে জানান তিনি। কিছু দিন পর থেকে সংস্থার ক্ষতির কথা বলতে শুরু করেন অভিযুক্ত ভাই এবং তাঁর স্ত্রী। বন্ধ হয়ে যায় প্রতি মাসে আশ্বাসমতো টাকা ফেরত দেওয়া। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, ৫ কোটি ৭০ লাখ টাকার মধ্যে সকলে মিলে ৯০ লাখ টাকা ফেরত পেয়েছেন। কেউ আর কোনও টাকা পাননি।

Advertisement

ব্যবসায়ী মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হায়দরাবাদ পুলিশ। অভিযুক্ত ছ’জনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement