India vs South Africa 2025

শনিবার খেলা জমিয়ে দেবেন! সিরিজ়ে সমতা ফিরিয়েই ভারতকে হুঁশিয়ারি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বাভুমার

দ্বিতীয় ম্যাচে ৩৫৯ রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়ার পর আরও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমারা টেস্টের পর এক দিনের সিরিজ় জেতার কথা ভাবছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ২৩:০৬
Share:

টেম্বা বাভুমা। ছবি: এক্স।

৩৫৯ রানের লক্ষ্য ঘাড়ে নিয়েও ঘাবড়ে যায়নি দক্ষিণ আফ্রিকা শিবির। সকলে মিলে চেষ্টা করে দেখতে চেয়েছিলেন টেম্বা বাভুমারা। রায়পুরের জয়কে তাই দলগত প্রচেষ্টার ফল বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। শেষ ম্যাচে ভারতকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলার কথাও জানিয়ে দিয়েছেন বাভুমা।

Advertisement

৪ উইকেটে জয়ের পর বাভুমা বলেছেন, ‘‘লক্ষ্যে পৌঁছোতে পেরে ভাল লেগেছে। খেলা শুরুর আগে আমাদের লক্ষ্য ছিল ভাল বোলিং করা। ব্যাটিং নিয়ে চিন্তা ছিল না। তবে এই ম্যাচ থেকে আমরা প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি। এ বার সিরিজ় জমিয়ে দিতে পারব।’’ সমতা ফিরিয়ে বাভুমা এক রকম হুঁশিয়ারিই দিয়ে রাখলেন ভারতকে। শনিবার তৃতীয় এক দিনের ম্যাচের আগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন লোকেশ রাহুলদের।

তিনি আরও বলেছেন, ‘‘এই জয়টা দুর্দান্ত। আমরা ম্যাচটা দারুণ ভাবে শেষ করলাম। এডেন মার্করামের ইনিংসটার কথা আলাদা করে বলতে হবে। খুব দায়িত্ব নিয়ে খেলল। আমরা চেয়েছিলাম, শেষ পর্যন্ত লড়াই করতে। ম্যাচটা যতটা সম্ভব বড় করতে। টেস্ট সিরিজ় আমাদের মধ্যে একটা বিশ্বাস তৈরি করে দিয়েছে। সেটা কাজে লাগছে। তা ছাড়া আমাদের দলের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা রয়েছে। সেটাও আমাদের সকলকে ভাল পারফর্ম করতে উৎসাহিত করে।’’

Advertisement

দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দিতে পেরে খুশি মার্করামও। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার নেওয়ার পর তিনি বলেছেন, ‘‘আমরা প্রতিটি ম্যাচ থেকে শেখার চেষ্টা করি। এই ম্যাচেও প্রথম ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি আমরা। জানতাম বল ভাল সুইং করবে। তাই তাড়াহুড়ো করতে চাইনি। মারার বলের জন্য অপেক্ষা করেছি। তা ছাড়া এই পিচে থাকতে পারলে রান উঠবে বুঝতে পেরেছিলাম।’’

মার্করাম গুরুত্ব দিয়েছেন বাভুমার সঙ্গে তাঁর জুটিকে। তিনি বলেছেন, ‘‘আমার সঙ্গে বাভুমার জুটিটা ইনিংসের ভিত গড়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম স্বাভাবিক ব্যাটিং করতে। লক্ষ্য বড় হলেও অতিরিক্ত কিছু চেষ্টা করতে চাইনি। তবে সকলেই ভাল খেলেছে। নিজের নিজের দায়িত্ব পালন করেছে।’’

আগামী শনিবার বিশাখাপত্তনমে সিরিজ়ের তৃতীয় ম্যাচ। সে দিন যে দল জিততে, তারাই এক দিনের সিরিজ় দখল করবে। বুধবারের পর সিরিজ় ১-১।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement