IPL 2025

টিকিট কেটে পাকিস্তান সুপার লিগের খেলা দেখতে গিয়েও মন পড়ে আইপিএলে, কী করলেন দর্শক?

ভারতে চলছে আইপিএল। অন্য দিকে, পাকিস্তানে চলছে পিএসএল। একই সময় দুই দেশে টি-টোয়েন্টি লিগ হচ্ছে এই বছর। যে কারণে অনেক বড় তারকাই আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২০:৩৪
Share:

আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।

গিয়েছিলেন পাকিস্তান সুপার লিগের খেলা দেখতে। মাঠে বসে খেলা দেখছিলেন। কিন্তু তাঁর মন পড়ে আইপিএলে। মোবাইলে তাই চালিয়ে রেখেছিলেন সেই খেলাও। পাকিস্তানের মাঠে দেখা গেল এমন দৃশ্যই।

Advertisement

ভারতে চলছে আইপিএল। অন্য দিকে, পাকিস্তানে চলছে পিএসএল। একই সময় দুই দেশে টি-টোয়েন্টি লিগ হচ্ছে এই বছর। যে কারণে অনেক বড় তারকাই আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। পিএসএলে সুযোগ পেয়েছেন আইপিএলের নিলামে অবিক্রিত থাকা ক্রিকেটারেরা। সমাজমাধ্যমে একটি ভিডিয়োয় দেখা গিয়েছে পিএসএলের খেলা দেখতে গিয়ে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দেখছিলেন এক দর্শক। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

কিছু দিন আগেই পাকিস্তানের পেসার হাসান আলি বলেছিলেন যে, পিএসএলে খেলার মান উন্নত হলে দর্শকেরা আইপিএল দেখা ছেড়ে দেবে। তার পরেই এমন ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ পেয়েছে। হাসান বলেছিলেন, “দর্শক ভাল ক্রিকেট দেখতে চায়। পিএসএলে যদি আমরা ভাল খেলি, তা হলে দর্শকেরা আইপিএল দেখা ছেড়ে দেবে।”

Advertisement

পাকিস্তান সুপার লিগে এখনও অবধি ৯টি ম্যাচ হয়েছে। প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলেছে। শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। তিনটি ম্যাচই জিতেছে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement