AB de Villiers

বড় ম্যাচের আগে আতঙ্কে ডিভিলিয়ার্সের ঘুম আসত না, কী করতেন ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটার

বড় ম্যাচের আগে কিছুতেই ঘুমোতে পারতেন না এবি ডিবিলিয়ার্স। আতঙ্কে থাকতেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। অবশেষে কী ভাবে তিনি ঘুমোতেন সে কথাও জানিয়েছেন ডিভিলিয়ার্স।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৩ ২৩:৩৬
Share:

এবি ডিভিলিয়ার্স। —ফাইল চিত্র

ক্রিকেটের প্রথম ‘৩৬০ ডিগ্রি’ ব্যাটার বলা হয় তাঁকে। উইকেটের সব দিকে বড় শট খেলার সহজাত ক্ষমতা থাকায় এই নাম দেওয়া হয়েছিল এবি ডিভিলিয়ার্সের। দেশের হয়ে খেলা হোক, বা লিগ ক্রিকেট, প্রতিপক্ষ ভয়ে থাকত তাঁকে নিয়ে। অথচ ডিভিলিয়ার্স নাকি বড় ম্যাচের আগে ঘুমোতেই পারতেন না। আতঙ্কে ঘুম আসত না তাঁর।

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেছেন, ‘‘বড় ম্যাচের আগে আমার আতঙ্কে ঘুম আসত না। ঘুমের ওষুধ খেতে হত। ঘুমের ওষুধ খাওয়ার পরে আতঙ্ক খানিকটা কমত। একটু ফুরফুরে লাগত। তার পরে ঘুমাতে পারতাম।’’

২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁর এই সমস্যা হয়েছিল বলে জানিয়েছেন ডিভিলিয়ার্স। তিনি বলেছেন, ‘‘২০১৫ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের আগের রাতটা আমার স্পষ্ট মনে আছে। সেই ম্যাচটা আমাদের জিততেই হত। আগের রাতে ঘুমাতে পারছিলাম না। ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছিল না।’’

Advertisement

চিকিৎসককে ডাকতে বাধ্য হয়েছিলেন ডিভিলিয়ার্স। তার পরেও সমস্যা কমছিল না। তিনি বলেছেন, ‘‘বাধ্য হয়ে হোটেলের ঘরে চিকিৎসককে ডাকতে হয়েছিল। তিনি ইঞ্জেকশন দিয়েছিলেন। তার পরেও ঘুম আসছিল না। পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। পরের দিনের ম্যাচের কথা যত ভাবছিলাম তত ভয় লাগছিল। খুব বেশি হলে ভোরের দিকে ২-৩ ঘণ্টা ঘুমিয়েছিলাম। কিন্তু সেই ম্যাচেই জীবনের অন্যতম সেরা ইনিংস খেলেছিলাম আমি।’’

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সেই ম্যাচে মাত্র ৭৪ বলে ১৫০ রানের ইনিংস খেলেছিলেন ডিভিলিয়ার্স। ১৭টি চার ও আটটি ছক্কা মেরেছিলেন তিনি। এক দিনের ক্রিকেটে সেটিই দ্রুততম ১৫০ রানের ইনিংস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন