রোহিত শর্মা। —ফাইল চিত্র।
নিজের ছবি দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন রোহিত শর্মা! কিছু দিন আগে বিমানবন্দরে রোহিতের থলথলে চেহারার একটি ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। সেই ছবিই তাঁকে ফিটনেস সচেতন করে তুলেছে বলে জানিয়েছেন অভিষেক নায়ার।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ়ের সময় নায়ারের কাছে অনুশীলন করতেন রোহিত। ব্যাটিংয়ের ভুল-ক্রুটি শুধরে নেওয়ার জন্য ভরসা করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের উপর। নায়ারের সঙ্গে ছবি দিয়ে রোহিত নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন সে কথা। সেই ছবিতে দেখা গিয়েছিল ছিপছিপে রোহিতকে। দেখা যায়নি তাঁর পরিচিত ভুঁড়ি। কিছু দিন আগে নায়ার জানিয়েছিলেন, ফিটনেস বৃদ্ধি করতে প্রচুর পরিশ্রম করছেন রোহিত।
কেমন ছিল রোহিতের সেই পরিকল্পনা? একটি টেলিভিশন চ্যানেলে নায়ার বলেছেন, ‘‘রোহিতের ওজন বেড়ে যাওয়ায় অনেকে অনেক কথা বলেছিলেন। কিছু দিনে আগে বিমানবন্দর থেকে ওর বেরিয়ে আসার ছবিগুলো দেখলেই বোঝা যাবে, ঠিক কেমন ছিল। বিমানবন্দরের ওই ছবিগুলোই ফিটনেস বৃদ্ধিতে অনুপ্রাণিত করেছিল ওকে। এখন নিজেকে অনেক বদলে ফেলেছে রোহিত। সুস্থতা এবং ফিটনেস নিয়ে এখন অনেক বেশি সচেতন। রোহিতের গতিও আগের থেকে বেড়েছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘অস্ট্রেলিয়া সিরিজ়ের ১২ সপ্তাহ আগে আমরা কাজ শুরু করেছিলাম। তখনই ওজন কমিয়ে ফিটনেস বাড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। আমরা অন্য রকম কিছু করার কথা ভেবেছিলাম। হাতে কিছুটা সময় থাকায় শুধু ফিটনেস বজায় রাখার কথা ভাবিনি। ফিটনেস কী ভাবে ক্রমশ বাড়ানো যায়, সেটাই ভেবেছিলাম। ওর শারীরিক গঠনের কথা বলতে চাইছি। রোহিতের ভাবনা, ওকে কেমন দেখতে লাগে, আয়নার সামনে দাঁড়ালে ওর নিজেকে কেমন মনে হয়— এগুলো মাথায় রেখেছিলাম। রোহিত এখন যে অবস্থায় রয়েছে, তাতে ও অনেক বেশি ফিট এবং দ্রুত। ফিল্ডিং বা ব্যাট করার সময় আগের থেকে বেশি সক্রিয় থাকতে পারছে।’’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতির সময় নিজের ব্যাটিং নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন রোহিত। অস্ট্রেলিয়ার পিচের কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতিও নিয়েছেন। পাশাপাশি ফিটনেস বাড়াতে ১০ কেজি ওজনও কমিয়ে ফেলেছেন। ৩৮ বছরের রোহিতকে নতুন করে গড়ে দিয়েছেন নায়ার।