আইপিএল ট্রফি। —ফাইল চিত্র।
আইপিএলের আগামী নিলামও অনুষ্ঠিত হবে বিদেশে। এগিয়ে রয়েছে পশ্চিম এশিয়ার একটি দেশ। ভারত এবং বিদেশের বেশ কিছু প্রথম সারির ক্রিকেটারের নাম থাকতে পারে এ বারের নিলামে।
আইপিএলের গত দু’টি নিলাম হয়েছে দুবাই এবং জেড্ডায়। আগামী নিলাম হতে পারে আবু ধাবিতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন। ১৫ বা ১৬ ডিসেম্বর হতে পারে নিলাম। যদিও এখনও চূড়ান্ত নয়। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যেরা সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে আলোচনা করছেন। সব ব্যবস্থা চূড়ান্ত করার পর সরকারি ভাবে নিলামের স্থান-কাল ঘোষণা করা হবে।
বিসিসিআই সূত্রে খবর, নিলামের সময় ভারতে বিয়ের মরসুম। হোটেলগুলি খালি পাওয়া সমস্যা হয়। সে কথা মাথায় রেখেই বিদেশে নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ় সিরিজ়। তার আগেই নিলাম করা হবে সম্প্রচারকারীদের সুবিধার্থে।
এ বার আইপিএলের মিনি নিলাম হবে। দলগুলি মূলত চোট পাওয়া ক্রিকেটারদের পরিবর্ত নেবে। এ ছাড়া দুর্বলতার জায়গাগুলি ঢাকার চেষ্টা করবে। কোন ক্রিকেটারদের ধরে রাখা হবে, তা ১৫ নভেম্বরের মধ্যে জানাতে হবে দলগুলিকে।