Afghanistan Cricketers and Shubman Gill

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য রশিদদের, পঞ্জাবের বন্যাদুর্গতদের পাশে শুভমন

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সে দেশের ক্রিকেটারেরা। আর্থিক সাহায্য করেছেন তাঁরা। পাশাপাশি পঞ্জাবে বন্যাদুর্গতদের জন্য প্রার্থনা করেছেন শুভমন গিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮
Share:

(বাঁ দিকে) আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান ও শুভমন গিল (ডান দিকে)। —ফাইল চিত্র।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের কুনার প্রদেশ। সোমবার ৬.৩ মাত্রার ভূমিকম্পে ৮০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত ২৮০০-র বেশি। প্রচুর বাড়িঘর ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সে দেশের ক্রিকেটারেরা। আর্থিক সাহায্য করেছেন তাঁরা। পাশাপাশি পঞ্জাবে বন্যাদুর্গতদের জন্য প্রার্থনা করেছেন শুভমন গিল।

Advertisement

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, “এই কঠিন সময়ে কুনার প্রদেশের মানুষের পাশে রয়েছে আফগানিস্তানের ক্রিকেটারেরা। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের ফি তাঁরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের দান করবেন। পাশাপাশি আরও আর্থিক সাহায্য করবেন ক্রিকেটারেরা।” বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের খোস্ত প্রদেশে যে লিস্ট এ প্রতিযোগিতা চলছে, সেখানকার ক্রিকেটারেরাও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবেন।

সোমবার খেলা শুরুর আগে আফগানিস্তান ও আমিরশাহির ক্রিকেটারেরা মাঠে দাঁড়িয়ে নীরবতা পালন করেছেন। ভূমিকম্পে যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা।

Advertisement

ভারতের পঞ্জাবও প্রকৃতির রোষে। বন্যায় এখনও পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। ২ লাখ ৬৫ হাজার মানুষ বন্যার কবলে। পঞ্জাবের ২৩টি জেলার মধ্যে ১২টি জলের তলায়। গুরদাসপুর, পঠানকোট, কপূরথলা, হোশিয়ারপুর, অমৃতসরে বন্যার প্রভাব বেশি। শুধুমাত্র অগস্ট মাসে এই রাজ্যে ২৫৩.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের থেকে ৭৪ শতাংশ বেশি। গত ২৫ বছরে অগস্টে এত বৃষ্টি হয়নি পঞ্জাবে।

ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমন পঞ্জাবের ছেলে। নিজের রাজ্যের মানুষের কষ্টে তাঁর মন ভেঙে গিয়েছে। সমাজমাধ্যমে শুভমন লেখেন, “বন্যায় পঞ্জাবের এই দুর্দশা দেখে মন ভেঙে যাচ্ছে। যে কোনও কঠিন পরিস্থিতিতে পঞ্জাবের মানুষ মনের জোর ধরে রাখে। আমি জানি, এ বারও এই পরিস্থিতি সকলে কাটিয়ে উঠবে। বন্যাদুর্গতদের জন্য আমি প্রার্থনা করছি। পঞ্জাবের মানুষের পাশে আছি।”

কঠিন পরিস্থিতিতে পঞ্জাবের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্র। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী জানিয়েছেন, পঞ্জাবকে সব রকমের সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement