Pat Cummins Ruled Out

বিরাট, রোহিতের বিরুদ্ধে খেলবেন না কামিন্স! সাদা বলের সিরিজ়ের আগে বড় সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে বিশ্রাম দেওয়া হয়েছে এক দিনের দলের অধিনায়ক প্যাট কামিন্সকে। কেন এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৪
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ় খেলতে যাবে ভারত। সেই সিরিজ়ে খেলার কথা বিরাট কোহলি, রোহিত শর্মার। ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের আগে বিশ্রাম দেওয়া হয়েছে এক দিনের দলের অধিনায়ক প্যাট কামিন্সকে। একটি বিশেষ কারণে এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

Advertisement

১৯ অক্টোবর থেকে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। প্রথমে তিনটি এক দিনের ম্যাচ ও তার পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। সিরিজ় শেষ ৮ নভেম্বর। এই আটটি ম্যাচেই পাওয়া যাবে না কামিন্সকে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, কামিন্সের হালকা চোট রয়েছে। ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলার পর নভেম্বর থেকে শুরু হতে চলেছে অ্যাশেজ় সিরিজ়। এ বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলা। সেখানে ভাল ফল করতে চায় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ়ে সম্পূর্ণ সুস্থ কামিন্সকে চাইছে তারা। সেই কারণেই ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ে তাঁকে খেলানোর ঝুঁকি নেওয়া হচ্ছে না।

Advertisement

কামিন্সের পিঠে হালকা চোট রয়েছে। সাদা বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার কাছে বিকল্প রয়েছে। কামিন্স না খেললেও কোনও সমস্যা হবে না। কিন্তু অ্যাশেজ়ে তাঁকে চাইছে তারা। কারণ, লাল বলের ক্রিকেটে এখনও অস্ট্রেলিয়ার পেস আক্রমণ কামিন্স, স্টার্ক ও জশ হেজ়লউডের উপর নির্ভরশীল।

ভারতের টেস্ট ও টি-টোয়েন্টি দল থেকে অবসর নিয়েছেন বিরাট ও রোহিত। এখন শুধু এক দিনের ক্রিকেট খেলবেন তাঁরা। দু’জনেরই লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ। কিন্তু তত দিন তাঁরা খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। জল্পনা শুরু হয়েছে যে অস্ট্রেলিয়া সিরিজ়ের পরেই অবসর ঘোষণা করে দিতে পারেন তাঁরা। তেমনটা হলে সেটাই হবে ভারতের দুই সিনিয়র ক্রিকেটারের শেষ আন্তর্জাতিক সিরিজ়। আর সেখানেই দেখা যাবে না প্রতিপক্ষ দলের অধিনায়ককে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement