Shapoor Zadran

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ অবসর আফগান বোলারের, সমাজমাধ্যমে সিদ্ধান্ত ঘোষণা জ়াদরানের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের শাপুর জ়াদরান। ৩৭ বছরের বাঁহাতি জোরে বোলার সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৪
Share:

শাপুর জ়াদরান। ছবি: এক্স (টুইটার)।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আফগানিস্তানের অভিজ্ঞ জোরে বোলার শাপুর জ়াদরান। এক দশকের বেশি সময় দেশের হয়ে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের উত্থানে যে সব ক্রিকেটারদের বিশেষ অবদান রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম জ়াদরান।

Advertisement

সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত আফগানিস্তানের হয়ে খেলা জ়াদরান। তিনি লিখেছেন, ‘‘কখনও এই দিনটার মুখোমুখি হতে চাইনি। সব খেলোয়াড়ের জীবনেই অবশ্য এই দিনটা আসে। ২২ বছর ধরে ক্রিকেট খেলেছি। খেলাটার সেবা করেছি। খেলাটাকে ভালবেসেছি। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম। জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত এটা। কারণ ক্রিকেট আমার কাছে খেলার থেকে অনেক বেশি কিছু। ক্রিকেট আমার আবেগ। ক্রিকেটই আমার পরিচয়।’’ তিনি আরও লিখেছেন, ‘‘ছোট থেকে আফগানিস্তানের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। পিছন ফিরে তাকালে গর্বই হয়। আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের পতাকা তুলে ধরার ক্ষেত্রে আমিও কিছু অবদান রাখতে পেরেছি।’’

৪৪টি এক দিনের ম্যাচ এবং ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৭ বছরের ক্রিকেটার। এক দিনের ক্রিকেটে ৪৩টি এবং ২০ ওভারের ক্রিকেটে ৩৭টি উইকেট রয়েছে তাঁর। দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন বাঁহাতি জোরে বোলার। ২০১৫ সালের বিশ্বকাপে স্কটল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয়ের অন্যতম নায়ক ছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement