India Cricket

রোহিত, কোহলীদের কপালে দুঃখ আছে, বুঝিয়ে দিল বিশ্বকাপে সম্ভাব্য কালো ঘোড়া আফগানিস্তান

এ বারের এশিয়া কাপে রশিদ খান, মহম্মদ নবিরা খেললেন, তাতে এখনই বলে দেওয়া যায়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরা কালো ঘোড়া হতে চলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ ০০:১৫
Share:

ফিরছেন আফগানিস্তানের ক্রিকেটার, উল্লাস পাকিস্তানের। ছবি টুইটার

পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায়। ম্যাচ শেষে তীরে এসে তরী ডোবার কথা আফগানিস্তান শিবিরে। তীর পর্যন্ত পৌঁছতে পারাটাই আফগানিস্তান ক্রিকেটের সাফল্য। এ বারের এশিয়া কাপে রশিদ খান, মহম্মদ নবিরা খেললেন, তাতে এখনই বলে দেওয়া যায়, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁরা কালো ঘোড়া হতে চলেছেন। চার বল বাকি থাকতে পাকিস্তানের কাছে এক উইকেটে হারতে হয়েছে আফগানিস্তানকে। ম্যাচের পর আফগান অধিনায়ক মহম্মদ নবি শুরুতেই বললেন, ‘‘আমাদের বোলিং আর ফিল্ডিং দুর্দান্ত হয়েছে। কিন্তু আমরা ম্যাচ শেষ করে ফিরতে পারছি না। স্নায়ুর চাপে হেরে যাচ্ছি। বিশেষ করে শেষের দিকে। এটা বার বার হচ্ছে।’’

Advertisement

টসে হেরে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ১৩০ রানের লক্ষ্য রাখে পাকিস্তানের সামনে। তখন থেকেই পরের পরিকল্পনা ছকা হয়ে গিয়েছিল আফগানিস্তানের। নবি জানালেন, ‘‘আমাদের মনে হয়েছিল, ১৩০ খারাপ রান নয়। এই রান ওদের পক্ষে তোলা কঠিন হবে। বাংলাদেশ ম্যাচেও এটাই হয়েছিল।’’

হাল যে ছাড়েননি, সেটা নগির কথাতেই স্পষ্ট। বলেন, ‘‘আমরা প্রথমেই ঠিক করেছিলাম, ডট বল (যে বলে কোনও রান হয় না) করব। আমরা ওদের সহজে খুচরো রান নিতে দিইনি।’’

Advertisement

শেষ ওভারের জন্য আলাদা পরিকল্পনা ছিল জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘‘হয় স্লোয়ার বাউন্সার, না হলে ইয়র্কার করার পরিকল্পনা করেছিলাম আমরা। কিন্তু ফারুকির সেই পরিকল্পনা কাজে লাগল না।’’

বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে নায়মরক্ষার ম্যাচে। সেই ম্যাচ নিয়ে নবির বক্তব্য, ‘‘আমরা এই উৎসাব নিয়েই শেষ ম্যাচ খেলতে নামব।’’ তাই যদি হয়, নিঃসন্দেহে রোহিত শর্মা, বিরাট কোহলীদের কপালে দুঃখ আছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন