Abrar Ahmed and Wanindu Hasaranga

এশিয়া কাপে নকলের খেলা শেষে মুখোমুখি আবরার-হাসরঙ্গ! কী করলেন পাকিস্তান ও শ্রীলঙ্কার স্পিনার

এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন একে অপরের উল্লাস নকল করেছিলেন আবরার আহমেদ ও ওয়ানিন্দু হাসরঙ্গ। খেলা শেষে মুখোমুখি হলেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৯
Share:

পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ (বাঁ দিকে) ও শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গ। ছবি: সমাজমাধ্যম।

চলছিল নকলের খেলা। চলছিল একে অপরকে জবাব দেওয়ার খেলা। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ চলাকালীন উইকেট নিয়ে একে অপরের উল্লাস নকল করেছিলেন পাকিস্তানের আবরার আহমেদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। খেলা শেষে মুখোমুখি হলেন দুই দলের দুই স্পিনার।

Advertisement

উইকেট নিয়ে শ্রীলঙ্কার স্পিনার হাসরঙ্গ দু’হাত ক্রস করে যে ভাবে উচ্ছ্বাস করেন, তাঁকে আউট করে হাসি মুখে ঠিক তেমনই করলেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। বিষয়টি নজর এড়ায়নি হাসরঙ্গের। তবে আউট হয়ে তিনি সাজঘরের দিকে হাঁটতে শুরু করেন। আবরারের চতুর গুগলিতে শেষ হয় তাঁর ১৩ বলে ১৫ রানের ইনিংস। হাসরঙ্গকে নকল করে আবরারের উচ্ছ্বাস নজর কাড়ে ক্রিকেটপ্রেমীদের।

পাকিস্তানের ইনিংসে আবার ঘটল ঠিক উল্টো ঘটনা। মাহিশ থিকসানার বলে ফখর জ়ামানের ক্যাচ ধরার পর আবরারকে নকল করে উচ্ছ্বাস প্রকাশ করেন হাসরঙ্গ। উইকেট পাওয়ার পর পাক স্পিনার যে ভাবে মাথা ঝাঁকিয়ে উচ্ছ্বাস করেন, ঠিক তেমন করেন হাসরঙ্গ। যা দেখে ডাগ আউটে বসে থাকা আবরার হেসে ফেলেন। হাসরঙ্গ অবশ্য দু’বার পাক ক্রিকেটারকে নকল করেন। সাইমকে আউট করার পরও আবরারের মতো করে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

Advertisement

অবশ্য দুই ক্রিকেটারই বিষয়টি মজার ছলে নিয়েছেন। খেলা শেষে ডাগ আউটের সামনে দেখা হয় তাঁদের। একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা। শ্রীলঙ্কার সাজঘরে গিয়েও হাসরঙ্গের সঙ্গে ছবি তোলেন আবরার। সেই ছবি সমাজমাধ্যমে দেন তিনি। লেখেন, “দুর্দান্ত বোলার ও এক দুর্দান্ত মানুষ।”

দুই স্পিনারের লড়াই হলেও শেষ হাসি অবশ্য হেসেছেন আবরার। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান করে শ্রীলঙ্কা। দু’ওভার বাকি থাকতে রান তাড়া করে জিতে যায় পাকিস্তান। ৫ উইকেটে জিতে এশিয়া কাপের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। অন্য দিকে শ্রীলঙ্কার ফাইনালে ওঠার আশা প্রায় শেষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement