Surya Kumar Yadav

দোষ সূর্যের নয়, রোহিতদের! তিন ম্যাচে ‘শূন্যে’র ব্যাখ্যা দিয়ে ব্যাটারের পাশে প্রাক্তন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের তিনটি ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গিয়েছেন সূর্যকুমার যাদব। কিন্তু তাঁকে দোষ দিতে রাজি নন প্রাক্তন ক্রিকেটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৮:০৭
Share:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন সূর্য। তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। —ফাইল চিত্র

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। লজ্জার নজির গড়েছেন তিনি। প্রশ্ন উঠছে, টি-টোয়েন্টিতে আইসিসির ১ নম্বর ব্যাটারের ৫০ ওভারের ক্রিকেটে কেন এই হাল? খারাপ ব্যাটিংয়ের জন্য সূর্যকে দায়ী করতে রাজি নন অজয় জাডেজা। ভারতের প্রাক্তন ব্যাটারের মতে, রোহিত শর্মাদের ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সূর্যকে।

Advertisement

প্রথম দু’টি এক দিনের ম্যাচে সূর্যকে চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। কিন্তু তৃতীয় ম্যাচে চার নম্বরে নামেন অক্ষর পটেল। পাঁচ নম্বরে লোকেশ রাহুল ও ছ’নম্বরে হার্দিক পাণ্ড্য ব্যাট করতে নামেন। সূর্য নামেন সাত নম্বরে। তাঁকে পরে ব্যাট করতে পাঠিয়ে আরও বড় ভুল করেছেন রোহিতরা, এমনটাই মত অজয়ের।

একটি ক্রীড়া ওয়েবসাইটে অজয় বলেন, ‘‘সূর্য রান না পাওয়ার পরেও ওকে রেখে দল বুঝিয়েছিল সূর্যের উপর আস্থা রাখছে তারা। কিন্তু ওকে সাত নম্বরে পাঠানো হল। তাতে এ-ও বুঝিয়ে দেওয়া হল যে দলে নিলেও ভরসা করতে পারছে না রোহিতরা। এতে সূর্যের আত্মবিশ্বাস আরও ধাক্কা খেল। নিজের দক্ষতার উপর সন্দেহ তৈরি হয়েছে ওর। সেটা ওর ব্যাটিংয়ে দেখা গিয়েছে। রোহিতরা ওকে পরে পাঠিয়েছে ভুল করেছে।’’

Advertisement

টি-টোয়েন্টির সেরা ব্যাটার সূর্য। ওর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় বলে মনে করেন অজয়। তিনি বলেন, ‘‘সূর্যকে ৩৬০ ডিগ্রি ব্যাটার বলা হয়। তার পরেও নিশ্চয়ই ওর দক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন তোলা উচিত নয়। ব্যাটে রান না থাকলে নিজের দক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়। বিরাট কোহলিকেও আমরা দেখেছি। খারাপ সময়ে কোনও ব্যাটার ক্রিজে যত বেশি সময় কাটাবে তত তার পক্ষে ভাল। সূর্যকে আরও আগে নামানো উচিত ছিল।’’

তাঁদের সময়ে কোনও ব্যাটার এই সমস্যায় থাকলে ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নিত সে কথাও জানিয়েছে অজয়। তিনি বলেন, ‘‘আমাদের সময় কেউ খারাপ ফর্মে গেলে তাকে কখনওই চার নম্বর থেকে সাত নম্বরে পাঠানো হত না। দরকার পড়লে আরও আগে নামানো হত। এক জন ব্যাটার ক্রিজে যত বেশি সময় কাটাবে তত ভাল খেলবে সে। রোহিতদের এটা মাথায় রাখা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন