Asia Cup 2025 Final

ভারত-পাকিস্তানের প্রথম দুই ম্যাচে ফাঁকা ছিল গ্যালারি! এশিয়া কাপ ফাইনালের কত টিকিট বিক্রি হল?

এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত, পাকিস্তান-সহ এশিয়ার সেরা দেশগুলি খেলেছে। তবু ভরছে না স্টেডিয়ামের গ্যালারি। দুবাই এবং আবু ধাবিতে একই ছবি দেখা গিয়েছে প্রতিযোগিতা জুড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:২১
Share:

এশিয়া কাপের ফাইনালেও কি ফাঁকা থাকবে গ্যালারি? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এশিয়া কাপের কোনও ম্যাচেই গ্যালারি ১০০ শতাংশ ভরছে না। বলা ভাল অধিকাংশ ম্যাচে গ্যালারির সিংহ ভাগই ফাঁকা ছিল। এমনকি ভারত-পাকিস্তানের দু’টি ম্যাচেও সব টিকিট বিক্রি হয়নি। ফাইনালেও কি ফাঁকা থাকবে দুবাইয়ের স্টেডিয়ামের গ্যালারি?

Advertisement

এ বারের এশিয়া কাপ হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। ভারত, পাকিস্তান-সহ এশিয়ার সেরা দেশগুলি খেলেছে। তবু ভরছে না স্টেডিয়ামের গ্যালারি। দুবাই এবং আবু ধাবিতে একই ছবি দেখা গিয়েছে প্রতিযোগিতা জুড়ে। ক্রিকেটপ্রেমীদের উৎসাহ কি কমে যাচ্ছে? তেমন হলে, ক্রিকেটের ভবিষ্যতের জন্য সুখবর নয়। এমনকি ভারত-পাকিস্তানের দু’টি ম্যাচেও গ্যালারির কিছু অংশ ফাঁকা ছিল। গত ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে প্রায় ২০ হাজার দর্শক মাঠে এসেছিলেন সূর্যকুমার যাদবদের সঙ্গে সলমন আলি আঘাদের লড়াই দেখতে। সুপার ফোর পর্বের ভারত-পাকিস্তান ম্যাচের দর্শক সংখ্যা ছিল আরও কম। গত ২১ সেপ্টেম্বর গ্যালারিতে ছিলেন ১৭ হাজারের মতো দর্শক। অথচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ২৮ হাজার।

ভারত-পাকিস্তান লড়াইয়ের মতো ‘হাই ভোল্টেজ’ ম্যাচেও গ্যালারির একাংশ ফাঁকা থাকার ছবি আয়োজকদের পক্ষে উদ্বেগের। এশিয়া কাপ ফাইনালে কি ভরবে গ্যালারি। আয়োজকেরা জানিয়েছেন, ফাইনালের ২৮ হাজার টিকিটই বিক্রি হয়ে গিয়েছে। তাঁদের আশা, গ্যালারির একটি আসনও ফাঁকা থাকবে না রবিবার সন্ধ্যায়। এ বারের এশিয়া কাপে প্রথম বার দর্শক ভর্তি স্টেডিয়ামে খেলতে হবে ভারত এবং পাকিস্তানকে।

Advertisement

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এ বার কম উত্তাপ তৈরি হয়নি। নানা বিতর্ক হয়েছে। জড়িয়েছেন ক্রিকেটারেরাও। সব মিলিয়ে ফাইনাল ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। তার উপর প্রতিযোগিতার ৪১ বছরের ইতিহাসে প্রথম বার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে চলেছে ফাইনালে। সব মিলিয়ে আয়োজকদের আশা, এশিয়া কাপ ফাইনালে ক্রিকেটের চেনা উন্মাদনার ছবি দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement