ভারতের মহিলা ক্রিকেট দল। ছবি: বিসিসিআই।
আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে মহিলাদের এক দিনের বিশ্বকাপ। তার দু’দিন আগে রবিবার বদলে গেল মহিলাদের প্রধান জাতীয় নির্বাচক। দায়িত্বে এলেন অমিতা শর্মা। পুরুষদের জাতীয় নির্বাচক কমিটিতেও এসেছে দুই নতুন মুখ।
এত দিন মহিলাদের নির্বাচন কমিটির প্রধান ছিলেন নীতু ডেভিড। ২০২০ সাল থেকে দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বেই বাছা হয়েছে হরমনপ্রীত কৌরদের এক দিনের বিশ্বকাপের দল। নীতুর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় বেছে নেওয়া হয় অমিতার নাম প্রস্তাব করা হয়। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারের সঙ্গে নির্বাচক কমিটিতে থাকবেন শ্যামা দে, জয়া শর্মা এবং শ্রবন্তী নাইডু। অমিতার নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব নেবে বিশ্বকাপের পর থেকে।
২০০২ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন অমিতা। দেশের হয়ে পাঁচটি টেস্ট, ১১৬টি এক দিনের ম্যাচ এবং ৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এক দিনের আন্তর্জাতিকে ৮৭টি উইকেট রয়েছে তাঁর। করেছেন ৯২৬ রান। ২০ ওভারের ক্রিকেটে তাঁর রয়েছে ৩৮৩ রান এবং ১৬টি উইকেট। টেস্টে ৫০ রান এবং ৫টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ঘরোয়া ক্রিকেট খেলেছেন রেলওয়েজ, অসম এবং দিল্লির হয়ে।
পুরুষদের নির্বাচক কমিটিও পরিবর্তন হয়েছে। অজিত আগরকরের কমিটিতে এসেছেন ভারতীয় দলের দুই প্রাক্তন বোলার প্রজ্ঞান ওঝা এবং আরপি সিংহ। মেয়াদ শেষ হয়ে গিয়েছে সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং এস শরথের। আগরকর ছাড়া পুরনোদের মধ্যে নির্বাচক হিসাবে থাকলেন শিবসুন্দর দাস এবং অজয় রাত্রা।