IPL 2025

টেস্ট বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, পাঁচ জনের আইপিএল খেলা নিয়ে তৈরি হল সংশয়

১১ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বেশ কিছু ক্রিকেটারকে আর আইপিএলে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১১:৪৯
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

ভারত-পাকিস্তান স‌ংঘাতের কারণে এক সপ্তাহ স্থগিত রাখা হয়েছে আইপিএল। ১৭ মে থেকে শুরু হবে সেই প্রতিযোগিতা। ফাইনাল ৩ জুন। কিন্তু ১১ জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বেশ কিচু ক্রিকেটারকে আর আইপিএলে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Advertisement

গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল অস্ট্রেলিয়া। এ বারে আবার ফাইনাল খেলছে তারা। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেই ১৫ জনের মধ্যে প্যাট কামিন্স (সানরাইজার্স হায়দরাবাদ), জস হেজলউড (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু), ট্রেভিস হেড (সানরাইজার্স হায়দরাবাদ), জস ইংলিস (পঞ্জাব কিংস) এবং মিচেল স্টার্ক (দিল্লি ক্যাপিটালস) আইপিএলের দলে রয়েছেন। হায়দরাবাদ ইতিমধ্যেই প্লে-অফের ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছেন। এমন অবস্থায় কামিন্স এবং হেড আইপিএলের বাকি অংশ খেলার জন্য ভারতে ফিরবেন কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহ রয়েছে হেজলউডকে নিয়েও। তাঁকে না পেলে বেঙ্গালুরুর পেস আক্রমণ যে অনেকটাই দুর্বল হয়ে যাবে তা নিশ্চিত। তাঁর চোটও রয়েছে। ফলে টেস্ট বিশ্বকাপের আগে ঝুঁকি নিতে চাইবে না অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও। দিল্লিও এখন প্লে-অফে ওঠার দৌড়ে রয়েছে। এমন অবস্থায় স্টার্ককে না পেলে সমস্যা হবে তাদের।

আইপিএল স্থগিত হওয়ার পর অনেক ক্রিকেটারই দেশে ফিরে গিয়েছেন। তাঁরা আবার ভারতে আইপিএলের পরের অংশ খেলতে আসবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের নিয়ে সন্দেহ বেশি রয়েছে।

Advertisement

১৭ মে বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের পরবর্তী অংশ। এ বারের আইপিএল শুরুও হয়েছিল এই দুই দলের ম্যাচ দিয়ে। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের তরফে ক্রিকেটারদের উপর সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়ে দেওয়া হয়েছে। যদি কামিন্সেরা ভারতে গিয়ে আইপিএলের পরবর্তী অংশ খেলতে চান, তাতে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ক্রিকেটারেরা আসবেন কি না তা এখনই পরিষ্কার করে বলা সম্ভব হচ্ছে না।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারে, ক্যামেরন গ্রিন, জস হেজলউড, ট্রেভিস হেড, জস ইংলিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেমা, মারনাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক এবং বেউ ওয়েবস্টার। রিজার্ভ: ব্রেন্ডন ডগেট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement