West Indies vs Australi

দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজ়কে ১৩৩ রানে হারাল অস্ট্রেলিয়া, এক ম্যাচ বাকি থাকতেই কামিন্সদের পকেটে সিরিজ়

গত বারের টেস্ট বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি ভুলে দ্রুত এগিয়ে যেতে চাইছে অস্ট্রেলিয়া। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ়‌ে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে দিল প্যাট কামিন্সের দল। গ্রেনাডায় দ্বিতীয় টেস্টে ১৩৩ রানে জিতেছে তারা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১৬:৫৩
Share:

প্যাট কামিন্স। — ফাইল চিত্র।

গত বারের টেস্ট বিশ্বকাপ ফাইনালে হারের স্মৃতি ভুলে দ্রুত এগিয়ে যেতে চাইছে অস্ট্রেলিয়া। নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম সিরিজ়‌ে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে দিল প্যাট কামিন্সের দল। গ্রেনাডায় দ্বিতীয় টেস্টে ১৩৩ রানে জিতেছে তারা। এক ম্যাচ বাকি থাকতেই পকেটে পুরে ফেলেছে সিরিজ়‌।

Advertisement

অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট করে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। চার উইকেট নেন শামার জোসেফ। সিরিজ়ে সমতা ফেরাতে ২৭৭ রান তুলতে হল ওয়েস্ট ইন্ডিজ়কে। তবে ১৪৩ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজ়‌ের ইনিংসের পঞ্চম বলে জন ক্যাম্পবেলকে ফিরিয়ে দেন জশ হেজ়লউড। এর পর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজ়ের। মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার এবং হেজ়লউড মিলে ওয়েস্ট ইন্ডিজ়ের টপ এবং মিডল অর্ডারকে ধসিয়ে দেন। লোয়ার অর্ডারকে আউট করেন নেথান লায়ন। ৩৪.৩ ওভারে ১৪৩ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।

Advertisement

ম্যাচের পর পিচের সাহায্যের কথা মেনে নিয়েছেন কামিন্স। বলেছেন, “দুটো টেস্টেই আমাদের লড়াই করে জিততে হয়েছে। আমি গর্বিত। নতুন বলে খেলতে দুই দলেরই সমস্যা হয়েছে। তবে পরের দিকে পিচটা খারাপ হয়ে যাওয়ায় আমাদের পরিকল্পনা কাজে লাগানো সহজ হয়েছে। সঠিক জায়গায় বল ফেলেই সাফল্য পেয়েছি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement