The Ashes 2025-26

অ্যাশেজ় সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া, ব্রিসবেন টেস্টে ৮ উইকেটে হার ইংল্যান্ডের

বেন স্টোকস এবং উইল জ্যাকসের মরিয়া লড়াই ইংল্যান্ডের ইনিংসে হার বাঁচাল। তবে সিরিজ়ে ০-২ ব্যবধানে আটকে পড়া ঠেকাতে পারল না। ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া জিতল ৮ উইকেটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০১
Share:

জয়ের উচ্ছ্বাস অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। ছবি: এপি।

ব্রিসবেনে দিন-রাতের টেস্টে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজ সিরিজ়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে বেন স্টোকসেরা ২৪১ রান করায় স্টিভ স্মিথদের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৬৫। ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলেন নিল আয়োজকেরা। চার দিনেই শেষ হয়ে গেল খেলা।

Advertisement

পরাজয় নিশ্চিত জেনেও ব্রিসবেনের ২২ গজে রবিবার শুরু থেকে মরিয়া লড়াই করেন আগের দিন অপরাজিত থাকা ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এবং উইল জ্যাকস। চা বিরতি পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় তাঁদের আউট করতে পারেননি মিচেল স্টার্কেরা। দ্রুত রান তোলার চেষ্টা করেনি স্টোকস-জ্যাকস জুটি। বল বুঝে খেলছেন। রান হওয়ার মতো বল পেলেই রানের চেষ্টা করছেন। বিরতির পর জ্যাকসকে (৪১) মাইকেল নেসের আউট করতেই ইংরেজদের প্রতিরোধ ভেঙে পড়ে। ইংল্যান্ডের বাকি ক্রিকেটারেরা স্টোকসকে আর সঙ্গ দিতে পারলেন না। গাস অ্যাটকিনসন (৩), ব্রাইডন কার্স (৭) দ্রুত আউট হয়ে যান। শেষে নেসেরের বলেই ৫০ রান করে আউট হন স্টোকস। ২৪১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সফলতম বোলার নেসেরই। তিনি ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন। ৪৭ রানে ২ উইকেট স্টক বোল্যান্ডের। স্টার্ক ২ উইকেট নিয়েছেন ৬৪ রান দিয়ে।

Advertisement

প্রথম ইনিংসে ১৭৭ রানে এগিয়ে থাকার সুবাদে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৬৫ রান। ট্রেভিস হেড ২২ রান করে আউট হয়ে যান অ্যাটকিনসনের বলে। রান পেলেন মার্নাস লাবুশেনও। তিনিও অ্যাটকিনসনের বলে আউট হলেন ৩ রান করে। তবে অন্য ওপেনার জ্যাক ওয়েদারল্ড এবং চার নম্বরে নামা স্মিথ দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ওয়েদারল্ড অপরাজিত থাকলেন ১৭ রানে। স্মিথ খেললেন ৯ বলে ২৩ রানের আগ্রাসী ইনিংস। মারলেন ২টি চার এবং ২টি ছয়। চাপ তৈরি হচ্ছে দেখে দ্রুত রান তুলে নেন অজি অধিনায়ক। ৩৭ রানে ২ উইকেট নিলেন অ্যাটকিনসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement