(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।
ভারত-দক্ষিণ আফ্রিকা এক দিনের সিরিজ় শেষ। এ বার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রোহিত শর্মা এবং বিরাট কোহলির এই সিরিজ়ে খেলার সম্ভাবনা নেই। রো-কো জুটিকে আবার ভারতের জার্সি গায়ে দেখা যাবে ২০২৬ সালে।
ভাল ফর্মে রয়েছেন রোহিত এবং কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ়ে সাফল্য পেয়েছেন দু’জনেই। তবে ২০২৫ সালে তাঁদের আর দেশের হয়ে খেলার সুযোগ নেই। রো-কো জুটি আবার মাঠে নামবে ৩৫ দিন পর। আগামী জানুয়ারিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় খেলবেন ভারতের দুই সিনিয়র ব্যাটার।
আগামী ১১ জানুয়ারি ভারত-নিউ জ়িল্যান্ড প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে বডোদরায়। সেই ম্যাচে আবার দেশের জার্সি গায়ে মাঠে নামবেন রোহিত এবং কোহলি। সেই ম্যাচেও রো-কো নিয়ে ভক্তদের আগ্রহ থাকবে তুঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে রোহিত করেছেন ১৪৬ রান। দু’টি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। সিরিজ়ের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া কোহলি তিন ম্যাচে করেছেন ৩০২ রান। দু’টি শতরান এবং একটি অর্ধশতরান করেছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আগামী এক মাস খেলার মধ্যেই থাকবেন তাঁরা। মুম্বইয়ের হয়ে বিজয় হজারে ট্রফি খেলবেন রোহিত। কোহলিও ঘরোয়া এক দিনের প্রতিযোগিতায় মাঠে নামবেন দিল্লির জার্সি গায়ে। সে দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।