Australia vs Sri Lanka

স্পিনারদের ঝুলিতে ১৭ উইকেট, শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড জয় অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠেই দাঁড়াতে দিল না অস্ট্রেলিয়া। ইনিংস ও ২৪২ রানে প্রথম টেস্ট জিতল তারা। শ্রীলঙ্কার মাটিতে এটি অস্ট্রেলিয়ার রেকর্ড জয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫২
Share:

ম্যাচ জিতে উল্লাস অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। ছবি: সমাজমাধ্যম।

শ্রীলঙ্কাকে তাদের অস্ত্রেই ঘায়েল করল অস্ট্রেলিয়া। গলের মাঠে শ্রীলঙ্কাকে দাঁড়াতেই দিলেন না স্টিভ স্মিথেরা। ইনিংস ও ২৪২ রানে প্রথম টেস্ট জিতলেন তাঁরা। শ্রীলঙ্কার মাটিতে এটি অস্ট্রেলিয়ার রেকর্ড জয়। টেস্টে এত বড় ব্যবধানে এর আগে হারেনি শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার কাছে দেশের মাটিতে সেই লজ্জার মুখোমুখি হল তারা। গলে জিতে দুই টেস্টের সিরিজ়ে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

Advertisement

প্যাট কামিন্স না থাকায় এই ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে উসমান খোয়াজা, স্মিথ ও জশ ইংলিশের ব্যাটে ৬ উইকেটে ৬৫৪ রানে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। খোয়াজা করেন ২৩২ রান। বর্ডার-গাওস্কর ট্রফিতে রান পাননি তিনি। তবে বিদেশের মাটিতে পেলেন।

টেস্টে ১০ হাজার রানের মাইলফলক পার করতে ১ রান দরকার ছিল স্মিথের। প্রথম ইনিংসে ১৪১ রান করেন তিনি। নজির গড়েন স্মিথ। নজির গড়েন ইংলিশও। টেস্ট অভিষেকে শতরান করেন তিনি। ৯৪ বলে ১০২ রান করেন ইংলিশ।

Advertisement

ব্যাটারদের পরে দাপট দেখান শ্রীলঙ্কার স্পিনারেরা। শ্রীলঙ্কার পিচে নেথান লায়নের পাশাপাশি ম্যাথু কুহনেমান ও টড মারফিকে খেলায় অস্ট্রেলিয়া। দলে একমাত্র পেসার ছিলেন মিচেল স্টার্ক। প্রথম ইনিংসে কুহনেমান ৫ ও লায়ন ৩ উইকেট নেন। ১৬৫ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা।

অস্ট্রেলিয়া ফলো-অন করায় শ্রীলঙ্কাকে। দ্বিতীয় ইনিংসে অপেক্ষাকৃত ভাল ব্যাটিং করলেও ম্যাচ বাঁচাতে পারেনি শ্রীলঙ্কা। স্পিনারদের দাপটে কোনও ব্যাটার বড় রান করতে পারেনি। নিয়মিত ব্যবধানে উইকেট পড়েছে। শেষ পর্যন্ত ২৪৭ রানে অল আউট হয়ে য়ায় শ্রীলঙ্কা। এই ইনিংসে কুহনেমান ও লায়ন ৪টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মারফি। মোট ১৭ উইকেট নেন এই তিন স্পিনার। বাকি ৩টি উইকেট নেন পেসার স্টার্ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement