Glenn Maxwell

রোহিতের বিশ্বরেকর্ডে ভাগ ম্যাক্সওয়েলের, টি২০ বিশ্বকাপের আগে ফর্মে অসি ক্রিকেটার

শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দু’টি শতরান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। কুড়ি-বিশের ক্রিকেটে রোহিত শর্মার শতরানের বিশ্বরেকর্ডে ভাগ বসিয়েছেন অসি ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫০
Share:

গ্লেন ম্যাক্সওয়েল। —ফাইল চিত্র।

রোহিত শর্মার বিশ্বরেকর্ডে ভাগ বসালেন গ্লেন ম্যাক্সওয়েল। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শতরান করেছেন তিনি। শেষ তিনটি টি-টোয়েন্টি ম্যাচে দু’টি শতরান করেছেন ম্যাক্সওয়েল। কুড়ি-বিশের ক্রিকেটে এখন তাঁর শতরানের সংখ্যা পাঁচটি। রোহিতের সমান।

Advertisement

অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজে ছিলেন ম্যাক্সওয়েল। শুরু থেকেই বড় শট খেলা শুরু করেন তিনি। মাত্র ৫৫ বলে ১২০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। মারেন ১২টি চার ও ৮টি ছক্কা। ম্যাক্সওয়েলের দাপটে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২৪১ রান করে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে এটি অস্ট্রেলিয়ার সর্বাধিক রান। জুন মাসে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ম্যাক্সওয়েলের ফর্ম হাসি ফোটাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মুখে।

এর আগে টি-টোয়েন্টিতে সব থেকে বেশি শতরান ছিল রোহিতের। ১৫১টি ম্যাচে পাঁচটি শতরান করেছিলেন তিনি। ম্যাক্সওয়েল পাঁচটি শতরান করলেন ১০৩টি ম্যাচে। তালিকায় তাঁদের পরে রয়েছেন সূর্যকুমার যাদব। ৬০টি ম্যাচে চারটি শতরান করেছেন তিনি। ১০৯টি ম্যাচে তিনটি শতরান রয়েছে বাবর আজ়মের।

Advertisement

গত বছর এক দিনের বিশ্বকাপের সময়ও ফর্মে ছিলেন ম্যাক্সওয়েল। ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন ম্যাক্সওয়েল। সেই ফর্ম তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধরে রাখতে চান। সেই কাজই করছেন ম্যাক্সওয়েল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন