ashe

ডিআরএস নিয়ে জয় শাহের আইসিসিকে তোপ স্টার্কের, চটেছেন অস্ট্রেলীয় বোলার

অ্যাশেজ় সিরিজ়ের তৃতীয় টেস্টে স্নিকোমিটার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড দু’দলই অভিযোগ জানিয়েছে ম্যাচ রেফারির কাছে। বিরক্ত মিচেল স্টার্ক সরাসরি সুর চড়িয়েছেন আইসিসির বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৮:৫১
Share:

মিচেল স্টার্ক। ছবি: রয়টার্স।

ডিআরএস বিতর্কে জয় শাহের আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিরুদ্ধে সুর চড়ালেন মিচেল স্টার্ক। অ্যাশেজ় সিরিজ়ের অ্যাডিলেড টেস্টে স্নিকোমিটার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই সূত্র ধরেই আইসিসির বিরুদ্ধে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার জোরে বোলার।

Advertisement

ক্রিকেট এখন অনেকটাই ডিআরএসের উপর নির্ভরশীল। আম্পায়ারদের কোনও সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকলে ডিআরএস-র আবেদন জানান ক্রিকেটারেরা। মাঠের আম্পায়ারেরাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঝুঁকি নেন না। সামান্য সংশয় থাকলেই পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে। প্রযুক্তি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নিখুঁত সিদ্ধান্তের স্বার্থেই প্রযুক্তির ব্যবহার। অথচ অ্যাডিলেড টেস্টে বিতর্কের কেন্দ্রে উঠে আসে ডিআরএস ব্যবস্থার অন্যতম প্রধান যন্ত্র স্নিকোমিটার। সমস্যায় পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দু’দলই। তা নিয়েই মুখ খুলেছেন স্টার্ক।

টেস্ট শেষ হওয়ার পর এক সাক্ষাৎকারে বিরক্ত স্টার্ক বলেছেন, ‘‘ক্রিকেটার, দর্শক, সম্প্রচারকারী— সকলের কাছেই বিষয়টা বিরক্তিকর হয়ে উঠেছে। এই প্রযুক্তি তো ব্যবহার করেন ম্যাচ অফিসিয়ালেরা। তা হলে আইসিসি কেন খরচ দেবে না? কেন সব দেশে একই প্রযুক্তি ব্যবহার করা হয় না? আমার মনে হয়, সব ম্যাচে বা সিরিজ়ে একই প্রযুক্তি ব্যবহার করলে জটিলতা কমবে।’’

Advertisement

ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যবহার করে আরটিএস বা ‘রিয়েল টাইম স্নিকোমিটার’ প্রযুক্তি। অধিকাংশ টেস্ট খেলিয়ে দেশ ব্যবহার করে ‘আল্ট্রাএজ’ প্রযুক্তি। এই বিষয়টি নিয়েই আপত্তি জানিয়েছেন স্টার্ক। তাঁর মতে, সব আন্তর্জাতিক ম্যাচে একই প্রযুক্তি ব্যবহার করা উচিত। এবং বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নিক আইসিসি। প্রযুক্তি ব্যবহারের খরচও ক্রিকেট বোর্ডগুলিকে দেওয়া উচিত হলে মত তাঁর। অ্যাডিলেড টেস্টে আরটিএস নিয়ে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে ম্যাচ রেফারিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement