ICC Champions Trophy 2025

হ্যাটট্রিকের উৎসব শুরু করে দিয়েছিলেন অক্ষর! রোহিত সহজ ক্যাচ ফেলার পর কী করেছিলেন স্পিনার?

বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বল করতে আসেন অক্ষর পটেল। দ্বিতীয় এবং তৃতীয় বলে তানজ়িদ হাসান, মুশফিকুর রহিমকে আউট করেন। চতুর্থ বলে জাকের আলি স্লিপে ক্যাচ দিতেই উৎসব শুরু করে দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫২
Share:

অক্ষর পটেল। —ফাইল চিত্র।

নিশ্চিত হ্যাটট্রিকের সুযোগ নষ্ট হওয়ায় হতাশ অক্ষর পটেল। বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বল করতে এসেছিলেন তিনি। পর পর দু’বলে তানজ়িদ হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করেন। তার পরের বলেই জাকের আলির দেওয়া সহজ ক্যাচ স্লিপে ফেলে দেন রোহিত শর্মা। অক্ষর নিশ্চিত ছিলেন রোহিত ক্যাচ ধরবেন। কিন্তু তা না হওয়ায় হতাশ বাঁহাতি অলরাউন্ডার।

Advertisement

হ্যাটট্রিকের নিশ্চিত সুযোগ নষ্ট হওয়া নিয়ে বাংলাদেশের ইনিংসের পর অক্ষর বলেছেন, ‘‘রোহিতের হাতে ক্যাচ যাচ্ছে দেখে উৎসব করতে শুরু করে দিয়েছিলাম প্রায়। কিন্তু ক্যাচ পড়ে যাওয়ায় পিছনে ঘুরে চলে আসি। কোনও প্রতিক্রিয়া দেখাইনি।’’ তিনি আরও বলেছেন, ‘‘এটা খেলারই অংশ। ওভারের দ্বিতীয় বলে তানজ়িদ আউট হয়েছে আমি বুঝতে পারিনি। লোকেশ রাহুলই আবেদন করেছিল। তৃতীয় বলে মুশফিকুরের উইকেট পাই। তার পরের বলটাই জাকেরের ব্যাটের কোনায় লাগায় মনে হয়েছিল হ্যাটট্রিক পেয়ে গিয়েছি। উৎসব করতেও শুরু করে দিয়েছিলাম। যাই হোক, ওভারটা বেশ ঘটনাবহুল ছিল।’’ ক্যাচ ফেলার পরই রোহিত বুঝতে পারেন, কত বড় ভুল করে ফেলেছেন। মাটিতে চাপড় মারতে থাকেন হতাশায়। পরে উঠে দাঁড়িয়ে অক্ষরের কাছে হাতজোড় করে ক্ষমা চান ভারতীয় দলের অধিনায়ক।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

হ্যাটট্রিক করতে না পারলেও খুশি অক্ষর। তিনি বলেছেন, ‘‘নিজের পারফরম্যান্সে আমি খুশি। সব সময় দলের জন্য পরিস্থিতি অনুযায়ী কিছু অবদান রাখতে চাই। দল আমার উপর অনেক ভরসা করে। এটা আমার প্রাপ্তি।’’ ৩৫ রানে বাংলাদেশের ৫ উইকেট ফেলে দেওয়ার পর ষষ্ঠ উইকেট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ভারতীয় দলকে। তা নিয়ে অক্ষর বলেছেন, ‘‘পরের দিকে পিচ ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যায়। এই পিচে ২২৮ রান খুব বেশি নয়। তাড়া করা সম্ভব। পিচটা একটু মন্থর। বল পুরনো হয়ে গেলে ব্যাট করতে সমস্যা হচ্ছে না।’’

Advertisement

হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপ রয়েছে অক্ষরের। তবে তিনি সেই আক্ষেপ নিয়ে বসে থাকতে চান না। প্রয়োজন মতো দলকে সাহায্য করাই লক্ষ্য তাঁর। সে ব্যাট হাতে হোক বা বল হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement