Babar Azam

ভারত-পাক সংঘাতের আবহে বিশ্ব একাদশ বাছলেন পাকিস্তানের বাবর আজ়ম, নেই কোহলি-বুমরাহ

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের পছন্দের বিশ্ব একাদশ বাছলেন বাবর আজ়ম। সেই দলে বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহকে রাখেননি বাবর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ২১:৪২
Share:

(বাঁ দিকে) বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ (ডান দিকে)। —ফাইল চিত্র।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মাঝে বাবর আজ়মকে বিশ্ব টি-টোয়েন্টি একাদশ বাছতে অনুরোধ করা হয়। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তাঁর পছন্দের ১১জন খেলোয়াড়ের নাম বলেছেন। কিন্তু তাঁর দলে জায়গা হয়নি বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহের।

Advertisement

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি হলেও উত্তেজনা সম্পূর্ণ কমেনি। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুর পর থেকে দু’দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এমন আবহে সরব প্রাক্তন ক্রিকেটারেরাও। দু’দেশের প্রাক্তন ক্রিকেটারেরাই নানা মন্তব্য করছেন। এর মধ্যেই এক সাক্ষাৎকারে বাবরকে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব একাদশ বেছে নিতে বলা হয়েছিল। নির্বাচক হিসাবে নিজেকে বিশ্ব একাদশে রাখেননি বাবর। কোহলি এবং বুমরাহকে না রাখায় প্রশ্ন তৈরি হয়েছে।

পিএসএলে বাবর পেশোয়ার জ়ালমির অধিনায়ক। জ়ালমি টিভির অনুষ্ঠানে বাবরকে বলা হয় বিশ্ব টি-টোয়েন্টি একাদশ নির্বাচন করতে। শর্ত দেওয়া হয় একটি দেশ থেকে দু’জনের বেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে না। এই শর্ত মেনেই সেরা একাদশ বেছে নিয়েছেন বাবর। কোহলি, বুমরাহকে না নিলেও ভারত থেকে দু’জনকে নিজের পছন্দের দলে রেখেছেন বাবর। তাঁরা হলেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব।

Advertisement

ওপেনার হিসাবে রোহিতের সঙ্গে সতীর্থ মহম্মদ রিজ়ওয়ানকে রেখেছেন বাবর। ব্যাটিং অর্ডারের তিন নম্বরে রেখেছেন জাতীয় দলের আর এক সতীর্থ ফখর জ়ামানকে। চার নম্বরে রয়েছে সূর্যকুমারের নাম। পাঁচ নম্বরে রেখেছেন ইংল্যান্ডের জস বাটলারকে। বাবরের দলের ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। সাত নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন। আট নম্বরে রয়েছে আফগানিস্তানের রশিদ খানের নাম। ন’নম্বরে বাবর রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে। ১০ নম্বরে মিচেল স্টার্ক এবং ব্যাটিং অর্ডারের ১১ নম্বরে ইংরেজ জোরে বোলার মার্ক উড।

একটি দেশ থেকে দু’জনের বেশি রাখার সুযোগ নেই। আবার ২০ ওভারের ক্রিকেটে ব্যাটার হিসাবে রোহিত এবং সূর্যকুমারকে বাদ দিতে পারেননি বাবর। তাই কোহলি এবং বুমরাহকে দলে নিতে পারেননি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement