বাংলাদেশকে হারিয়ে উল্লাস ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের। ছবি: এক্স।
ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হেরেছে বাংলাদেশ। খেলার শেষ দিকে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। ওয়েস্ট ইন্ডিজ়ের রোমারিয়ো শেফার্ডের বলে ছক্কা মেরেছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। তার পরেও তাঁকে আউট দেন আম্পায়ার। কী কারণে তাসকিনকে আউট দিলেন আম্পায়ার?
ওয়েস্ট ইন্ডিজ়কে হারাতে শেষ তিন বলে ১৭ রান দরকার ছিল বাংলাদেশের। শেফার্ডের বলে পুল মারেন তাসকিন। বল গিয়ে পড়ে গ্যালারিতে। তার পরেও দেখা যায়, আম্পায়ার আঙুল তুলছেন। প্রথমে বোঝা না গেলেও পরে বোঝা যায়, বল মারার আগেই তাসকিনের বাঁ পা স্টাম্প ভেঙে দিয়েছে। অর্থাৎ, হিট উইকেট হয়েছেন তিনি। তাই ছক্কা মেরেও রান পাননি। উল্টে আউট হতে হয়েছে। সেটিই ছিল বাংলাদেশের শেষ জুটি। তাসকিন আউট হওয়ায় শেষ হয়ে যায় খেলা।
চট্টগ্রামের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। দুই ওপেনার অ্যালিক অ্যাথানেজ় ৩৪ ও ব্রেন্ডন কিং ৩৩ রান করেন। দলকে টানেন অধিনায়ক শাই হোপ। ২৮ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন তিনি। শারফেন রাদারফোর্ড রান না পেলেও রভম্যান পাওয়েল ভাল খেলেন। ২৮ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন ২ ও রিশাদ হোসেন ১ উইকেট নেন।
জবাবে বাংলাদেশের শুরুটা ভাল হয়নি। টপ ও মিডল অর্ডারে সইফ হাসান (৮), তানজিদ হাসান তামিম (১৫), অধিনায়ক লিটন দাস (৫), শামিম হোসেন (১) ও নুরুল হাসান (৫) রান পাননি। তৌহিদ হৃদয় কিছুটা চেষ্টা করেন। তাঁকে সঙ্গ দেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তৌহিদ ২৮, সাকিব ৩৩ ও নাসুম ২০ রান করেন।
নিয়মিত ব্যবধানে উইকেট পড়ায় সমস্যা হচ্ছিল বাংলাদেশের। শেষ দিকে তাসকিন ও মুস্তাফিজুর চেষ্টা করেন বটে, কিন্তু তত ক্ষণে দেরি হয়ে গিয়েছে। তাসকিন আউট হওয়ায় ১৬ রানে হারে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে জেইডেন সিলস ও জেসন হোল্ডার ৩ করে, আকিল হোসেন ২ এবং খারি পিয়ের ও শেফার্ড ১ করে উইকেট নেন। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ১-০ এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ়।