Match Fixing in T20 League

টি২০ লিগে ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা, দলের বাংলাদেশি মালিক দোষী সাব্যস্ত! ৫ বছরের জেল, ৭৫ লক্ষ টাকা জরিমানা

নিজের অপরাধ স্বীকার করেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের মালিক তামিম রহমান। জানিয়েছেন, লিগ চলাকালীন ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৬:৫১
Share:

ক্রিকেটে গড়াপেটা। — প্রতিনিধিত্বমূলক ছবি।

শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে। সাজা হয়েছে ডাম্বুলা থান্ডার্স দলের মালিকের। তাঁর নাম তামিম রহমান। বাংলাদেশে জন্মেছেন তিনি। তবে বর্তমানে তামিম ব্রিটেনের নাগরিক। তাঁর পাঁচ বছরের জেল হয়েছে। পাশাপাশি ৭৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

সংবাদসংস্থা এএফপি এই খবর জানিয়েছে। পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন তামিম। তিনি জানিয়েছেন, লিগ চলাকালীন ক্রিকেটারদের ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে নিম্ন আদালতে তামিমকে চার বছরের জেলের সাজা দেওয়া হয়েছিল। পরে কলম্বো হাই কোর্ট তা বাড়িয়ে পাঁচ বছর করেছে।

২০১৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেটে দুর্নীতি কমাতে আইনে কড়াকড়ি করা হয়েছে। কারও বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠলে কড়া শাস্তি দেওয়া হচ্ছে। তামিমের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০২৪ সালে। সেই অভিযোগের তদন্তের পর তাঁকে সাজা দেওয়া হয়েছে।

Advertisement

ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠার পর দুবাইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তামিম। কিন্তু কলম্বো বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। তার পর বেশ কয়েক সপ্তাহ জেল হেফাজতে কাটাতে হয়েছিল তামিমকে। সেখানেই পুলিশি জেরায় নিজের অপরাধ স্বীকার করেন তামিম। এই ঘটনায় ডাম্বুলা দলের ম্যানেজার মুজিব উর রহমানের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। মুজিব পাকিস্তানের নাগরিক। এখনও তাঁর খোঁজ পায়নি পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement