Shakib Al Hasan

Bangladesh Cricket: আমরা এখনও শিশু! অধিনায়ক হয়ে এ কী বললেন শাকিব

এশিয়া কাপে দলকে নিয়ে বিশেষ আশা নেই বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের। টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে এগোচ্ছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১১:২৯
Share:

এক পা, দু’পা করে এগোতে চান শাকিব। ফাইল চিত্র

এশিয়া কাপের আগে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে তাঁকে। আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের নেতা। কিন্তু এশিয়া কাপ খেলতে নামার আগে এ কী বললেন শাকিব আল হাসান! দলকে নিয়ে বেশি আশা করছেন না তিনি। নিজেদের এখনও শিশু বলছেন শাকিব।

Advertisement

এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের পর সংবাদমাধ্যমে শাকিব বলেন, ‘‘এক জন শিশু যখন প্রথম হাঁটতে শেখে তখন সে এক পা, দু’পা করে এগোয়। আমরাও এখন শিশু। আশা করছি এক পা, দু’পা করে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোব।’’

কিন্তু কেন এমন বললেন শাকিব? ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সেটা বাদ দিলে গত ছ’বছরে ক্রিকেটের ছোট ফরম্যাটে খুব একটা ভাল খেলতে পারেনি তারা। এই প্রসঙ্গে শাকিব বলেন, ‘‘২০০৬ সালে আমরা প্রথম টি-টোয়েন্টি খেলেছিলাম। তার পর থেকে ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালে ওঠা ছাড়া ভাল ফল হয়নি। আমরা অনেক পিছিয়ে আছি। তাই নতুন করে শুরু করা ছাড়া কোনও উপায় নেই।’’

Advertisement

অধিনায়ক হিসাবে রাতারাতি দলের খেলায় পরিবর্তন করতে পারবেন না। তাই আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপকে পাখির চোখ করেছেন শাকিব। তিনি বলেন, ‘‘যদি কেউ মনে করে এক দিনে সব বদলে দেব তা হলে সে মূর্খের স্বর্গে বাস করছে। আমার শুধু একটাই লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই প্রস্তুতি নিচ্ছি। যদি বিশ্বকাপে ভাল খেলতে পারি তবেই বুঝব আমরা ঠিক পথে এগোচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন